ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

প্রবাস

পোল্যান্ড আওয়ামী লীগের নতুন কমিটি

সভাপতি মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহরিয়ার সাকু

বকুল খান, পোল্যান্ড থেকে

(৫ মাস আগে) ২৬ নভেম্বর ২০২৩, রবিবার, ৫:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩৬ অপরাহ্ন

ইউরোপজুড়ে জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রীতি সম্মেলন এবং বিশেষ সাধারণ সভা করছে পোল্যান্ড আওয়ামী লীগ। গতকাল ২৪ নভেম্বর রাজধানী ওয়ারশর একটি অভিজাত হলরুমে অনুষ্টিত সভায় আওয়ামী লীগ নেতা ডা: খলিলুল কাইয়ুমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এম. নজরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজিবুর রহমান। দুইপর্বের অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন, শাহরিয়ার সাকু, মোহাম্মদ মনিরুজ্জামান,এরশাদুর রহমান ও মাসুদুর রহমান তুহিন। 

বক্তব্য রাখেন- শরীফ আহমেদ, এহতেশামুল হক সেতু, তানিয়া আফরিন, হাফিজুল ইসলাম মুরাদ, পলিন, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হুসেন অপু, সজীব চন্দ্র দাশ, জহির আহমেদ, মাসুদুর রহমান দোলন, শান্তনু দেবনাথ, নয়ন আহমেদ, এনামুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পাশাপাশি জাতীয় সকল শহীদ ও বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  

প্রধান অতিথির বক্তব্যে এম. নজরুল ইসলাম বলেন- আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকল- মুজিব সৈনিকদের একযোগে কাজ করতে হবে। প্রবাসে এখন বাংলাদেশ পরিচয় দিলে বিদেশিরা প্রশংসা করে। একজন বাংলাদেশি হিসেবে তখন নিজেকে গর্বিত মনে হয়। বাংলাদেশ এখন কোন তলাবিহীন ঝুড়ি নয়, উন্নয়নের রোল মডেল। বঙ্গকন্যা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁর অগ্রযাত্রা যেন কোনো অপশক্তি দ্বারা ভূলুণ্ঠিত না হয়,সেদিকে সকল প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বিশেষ সাধারণ সভায় ব্যাপক আলোচনার ভিক্তিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা দেন। সভাপতি মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চকদার সাজু(শাহরিয়ার সাকু), সহ সভাপতি খলিলুল কাইউম, সহ সভাপতি শেখ এরশাদুর রহমান, যুগ্ম সম্পাদক তানিয়া আফরিন, যুগ্ম সম্পাদক এহতেশামুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান তুহিন, নান্নু শেখ ও শাহ মুর্শিদি কামাল।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com