ঢাকা, ২০ মে ২০২৪, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অর্থ-বাণিজ্য

খোলাবাজারে ডলারের দাম ১২৫ টাকা, তবুও মিলছে না

অর্থনৈতিক রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৪:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫৮ পূর্বাহ্ন

বুধবার বাংলাদেশ ব্যাংক প্রতি ডলারের দর ৭ টাকা বাড়িয়ে ১১৭ টাকা নির্ধারণের পর খোলাবাজারে নগদ ডলারের দর এক লাফে আরও ৮ টাকা বেড়ে ১২৫ টাকায় উঠেছে।

তবে এমন দামেও চাহিদামতো ডলার পাচ্ছেন না অনেকে। বৃহস্পতিবার রাজধানীর ফকিরাপুল, পল্টন, মতিঝিল এলাকার মানি এক্সচেঞ্জগুলো ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

খোলাবাজারের পাশাপাশি ব্যাংকের এলসি খোলার দরও বেড়েছে আড়াই থেকে ৩ টাকা। বুধবার ১১৫ টাকায় এলসি করছিল এরকম ব্যাংক বৃহস্পতিবার ১১৭ টাকা ৫০ পয়সা থেকে ১১৮ টাকা দর নিচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে ডলারের দাম ব্যাংকে ৭ টাকা বাড়লেও মানি এক্সচেঞ্জলোতে বেড়েছে আরও ৮ টাকা পর্যন্ত। বর্তমানে মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকা। ডলারের সঙ্গে অন্য মুদ্রায়ও এর প্রভাব পড়েছে কার্ব মার্কেটে (খোলাবাজার)।

খোলাবাজারে ডলার বিক্রি করেন এমন একজন জানান, ব্যাংকের চেয়ে খোলাবাজারে সব সময় ডলারের দর বেশি থাকে। তিনি জানান, বুধবার সকালেও নগদ ডলার ১১৭ থেকে ১১৮ টাকায় বিক্রি করেছেন। কেন্দ্রীয় ব্যাংক ডলারের দর বৃদ্ধির ঘোষণা দেয়ার পর বুধবার বিকালে খোলাবাজারে তা বেড়ে ১১৯ টাকায় উঠেছিল। আজ বৃহস্পতিবার আরও বেড়ে ১২৫ টাকায় উঠেছে।

পাঠকের মতামত

এই দেশের সাধারণ জনগণের কথা কেহ ভাবে না।যারা রাজনৈতিক নেতা তাদের বেশিরভাগই সব সময় মিথ্যা কথা বলে। যে কারনেই আজ এত অবক্ষয়।

মো: রফিকুল ইসলাম
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৮:০৩ অপরাহ্ন

একজন আদম ব্যাবসায়ির হাতে ছিল বাংলাদেশের অর্থ মন্ত্রনালয়, তিনি তিন মাস পর পর একবার অফিস করতেন ,এ রকম নজীর ইতিহাসে বিরল ! কাজেই অর্থনীতি সহসা ভাল হবেনা ।

Sikder
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৭:২০ অপরাহ্ন

লোটাস কামালকে অর্থ মন্ত্রী বানানোর কাফফারা দেশকে আরোও বহু বছর দিতে হবে। এমনকি আওয়ামী লীগ এর জন্য ক্ষমতা হারাতেও পারে।

ওবাইদুল
৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ৫:০৭ অপরাহ্ন

অর্থ-বাণিজ্য থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com