ঢাকা, ১৯ মে ২০২৪, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

প্রথম পাকিস্তানি নারী নায়লা আরোহণ করলেন মাকালু পর্বতশৃঙ্গে

মানবজমিন ডেস্ক
৬ মে ২০২৪, সোমবার

প্রথম কোনো পাকিস্তানি নারী হিসেবে বিশ্বের সবচেয়ে উঁচু পঞ্চম পাহাড়ের চূড়ায় আরোহণ করেছেন নায়লা কিয়ানি। রোববার তিনি মাটি থেকে ৮৪৮৫ মিটার উঁচু নেপালের মাকালু পর্বতশৃঙ্গে পৌঁছে যান। আলপাইন ক্লাব অব পাকিস্তান (এসিপি) এই তথ্য দিয়েছে। ফেসবুকে দেয়া এক পোস্টে এসিপি বলেছে, মাকালু সামিটে পৌঁছেছেন নায়লা। এর মধ্যদিয়ে ওই সামিটে পৌঁছা প্রথম পাকিস্তানি হিসেবে তিনি ইতিহাস গড়লেন। পাকিস্তানি নারী এবং পুরুষদের মধ্যেও এই রেকর্ড তার দখলে। কঠিন এই পাহাড়ে আরোহণ করা খুবই দুঃসাধ্য। তিনি সেটা করেছেন। এসিপি’র সেক্রেটারি বলেছেন, রাতেও পাহাড়ে আরোহণের কাজ করেছেন নায়লা। চ্যালেঞ্জকে মোকাবিলা করে তিনি নেপালের স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৩৫ মিনিটের সময় মাকালু সামিটে পৌঁছাতে সক্ষম হন এর মধ্যদিয়ে তিনি ঐতিহাসিক এক মাইলফলক স্থাপন করলেন। তার জন্য যারা দোয়া করেছেন, শুভ কামনা করেছেন, তাদের সবার কাছে তিনি কৃতজ্ঞ। তিনি সবাইকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। 

ইমাজিন নেপালের শেরপা গেলজেন দাই’কেও তিনি ধন্যবাদ দিয়েছেন। কারণ, নায়লাকে প্রতিটি পদক্ষেপে সহায়তা করেছেন তিনি। এসিপি বলেছে, এর আগে বিশ্বের উঁচু ১০টি পাহাড়ের চূড়ায় আরোহণ করেন নায়লা। এর প্রতিটির উচ্চতা কমপক্ষে ৮ হাজার মিটার বা ৮ কিলোমিটার। গত বছর এপ্রিলে তিনি নেপালের অন্নপূর্ণার চূড়ায় আরোহণ করেন। পাকিস্তানি নারী হিসেবে এটাও তার প্রথম রেকর্ড। অন্নপূর্ণা হলো বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে ১০ম। এর উচ্চতা ৮০৯১ মিটার। এর পরের মাসে তিনি মাউন্ট এভারেস্টে যান। এটি বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড়। এতে দ্বিতীয় পাকিস্তানি নারী হিসেবে তিনি আরোহণ করেন। জুলাই মাসে নায়লা কিয়ানি এবং সামিনা বেগ প্রথম পাকিস্তানি হিসেবে বিশ্বের ৯ম সর্বোচ্চ পাহাড় নাঙ্গা পর্বতে আরোহণ করেন। এর উচ্চতা ৮১২৫ মিটার। একই মাসে তিনি বিশ্বের ১২তম সর্বোচ্চ পাহাড় ব্রোড পিকে আরোহণ করে প্রথম পাকিস্তানি নারী হিসেবে রেকর্ড গড়েন। এই পাহাড়ের উচ্চতা ৮০৫১ মিটার। পরের মাসগুলোতে নায়লা কিয়ানি এবং সিরবাজ খান প্রথম পাকিস্তানি হিসেবে তিব্বতে বিশ্বের ৬ষ্ঠ পর্বত চো ওয়ুতে আরোহণ করেন। এর উচ্চতা ৮২০১ মিটার।  

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com