ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

ইনডেক্সধারী মাদ্রাসা শিক্ষকরা পাচ্ছেন বদলির সুযোগ

স্টাফ রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

বদলির সুযোগ পাচ্ছেন ইনডেক্সধারী মাদ্রাসার শিক্ষকরা। যদিও স্কুল-কলেজের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশপ্রাপ্তরাই কেবলমাত্র বদলির সুযোগ পাবেন। অবশ্য মাদ্রাসার ক্ষেত্রে এই নিয়ম রাখা হয়নি। গতকাল বদলি নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মশালায় প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত জানানো হয়। শিগগিরই এ সংক্রান্ত খসড়া অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

কর্মশালা সূত্রে জানা গেছে, মাদ্রাসা শিক্ষকদের বদলি হবে মাদ্রাসা অধিদপ্তরের আওতায়। এজন্য পৃথকভাবে একটি সফটওয়্যার তৈরি করা হবে। একজন শিক্ষক ইনডেক্স পাওয়ার পর অন্তত দুই বছর তাকে চাকরি করতে হবে। দুই বছর হওয়ার পর তিনি বদলির আবেদন করতে পারবেন। মাদ্রাসার শিক্ষকরা তিনভাবে বদলির সুযোগ পাবেন। স্বেচ্ছা বদলি, জনস্বার্থে বদলি এবং মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে বদলি এর মধ্যে স্বেচ্ছায় বদলির প্রক্রিয়া বছরের একটি নির্দিষ্ট সময় হবে। বাকি দুটি প্রক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় থাকবে না। স্বেচ্ছায় বদলি কেবল একবারই হওয়া যাবে। 

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষকদের বদলি সংক্রান্ত কমিটির সদস্য সচিব মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসাইন বলেন, বদলি নিয়ে প্রথম কর্মশালায় বেশ কিছু মতামত এসেছে। মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কিছু বিষয় যুক্ত করতে বলেছেন। আমরা সেগুলো নিয়ে কাজ করছি।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com