ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারক

স্টাফ রিপোর্টার
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিন বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন শপথ নিয়েছেন। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুর হাসান সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করান।
আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী। সকাল সাড়ে ১০টায় শপথ অনুষ্ঠান শুরু হয়। প্রথম শপথ নেন বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ। পরে যথাক্রমে বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। পরে প্রধান বিচারপতির সঙ্গে ছবি তোলার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।
হাইকোর্টে দায়িত্ব পালন করে আসা এই তিন বিচারককে আপিল বিভাগে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করে আইন মন্ত্রণালয়। তাদের তিনজনকে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকের সংখ্যা হলো আটজন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং আপিল ও হাইকোর্ট বিভাগের কর্মকর্তারা।

এদিকে, গতকাল বেলা ৩টায়  নব-নিয়োগপ্রাপ্ত আপিল বিভাগের তিন মাননীয় বিচারপতি মহোদয় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় বিচারপতি মহোদয়গণ জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com