ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৪৫ হিঃ

শেষের পাতা

মানবজমিনকে ড. আইনুন নিশাত

তাপমাত্রা বাড়বে এটা মাথায় নিয়ে প্রস্তুত থাকতে হবে

মরিয়ম চম্পা
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

দেশে চলছে ভয়াবহ তাপপ্রবাহ। হিটস্ট্রোকে মৃত্যুর খবর আসছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী এ অবস্থা চলবে আরও বেশ কিছুদিন। চলমান তীব্র তাপপ্রবাহ ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে মানবজমিনের সঙ্গে কথা বলেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। তিনি বলেন, দেশের তাপমাত্রা বাড়বেই। আর সেটা মাথায় নিয়েই আমাদের প্রস্তুত থাকতে হবে। গত বছর কিংবা তার আগের বছরগুলোতে এরকম কিংবা এরচেয়ে বেশি গরম পড়েছে। কিন্তু এ বছরের গমরটাকে আমরা অস্বাভাবিকভাবে দেখছি। মন থেকে ধরেই নিয়েছি এ বছর অনেক বেশি গরম। শীতের দিনে তীব্র শীত এবং গরমের দিনে তীব্র গরম থাকবে এটাই স্বাভাবিক এটা আমাদের মেনে নিতে হবে। গরম না থাকলে ফল পাকবে কীভাবে। ভাদ্র মাসে গরম না থাকলে তাল পাকে না। কারণ এখন এ গরমের দিনগুলোতে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে থাকলে স্বাভাবিকই বলা যায়।
তিনি বলেন, প্রাকৃতিক এ সংকট মোকাবিলার ক্ষেত্রে গ্রামবাংলার মানুষের একটি নিজস্ব পদ্ধতি ছিল। এখন নগরায়ণের ফলে আমাদের কৃষি কাজ কমে গেছে। কৃষি কাজের পরিমাণ ২০ থেকে ২৫ ভাগে নেমে এসেছে। কর্মসংস্থান কিংবা বাসাবাড়ি বেশির ভাগ ক্ষেত্রে আমরা এসি রুমে থেকে অভ্যস্ত হয়ে পড়েছি। এখন স্বাভাবিক গরমও সহ্য করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। 

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেন, আমাদের এখানের জলবায়ু বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো আছে। ঢাকায় এবার প্রথমবারের মতো বসেছে জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপটেশন প্ল্যান (ন্যাপ) এক্সপো-২০২৪। চার দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সম্মেলনে বিশ্বের প্রায় ১০৪টি দেশের ৩৮৩ জন প্রতিনিধি অংশ নেয়ার কথা রয়েছে। অর্থাৎ আমাদের জলবায়ুগত পরিবেশ ভালো না হলে বিদেশিরা আমাদের এখানে এ বিষয়ে শিখতে আসতেন না। এ গরমে কী করণীয় জানতে চাইলে তিনি বলেন, রাস্তার পাশে বিক্রি করা অস্বাস্থ্যকর পানি পান না করে স্বাস্থ্যকর সুপেয় পানির সঙ্গে স্যালাইন কিংবা লেবুর পানি খেতে হবে বেশি বেশি। এতে করে পেটের পীড়া কিংবা ডায়রিয়ার মতো রোগ হবে না। এ ছাড়া রোদের মধ্যে বের হলে সঙ্গে ছাতা কিংবা মাথায় ক্যাপ-টুপি পড়লে হিটস্ট্রোকসহ অসহ্য গরম থেকে বাঁচা সম্ভব। সবচেয়ে ভালো হয় খুব বেশি প্রয়োজন না হলে রোদের মধ্যে বাসার বাইরে বের না হওয়া।   
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com