ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

পাকুন্দিয়ায় ১৬ মামলার আসামি গ্রেপ্তার

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাজন ঘোষ (৩৩) নামে ১৬ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বটতলা চৌরাস্তা এলাকায় রয়েল পরিবহন বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে দু’টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। গতকাল সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু (পিপিএম)। সাজন ঘোষ পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলার ভোগপাড়া (ঘোষপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের হরি ঘোষের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সাজন ঘোষের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে চুরি, ছিনতাই ও ডাকাতির মামলাও রয়েছে। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চোরাই মোটরসাইকেলসহ সে উপজেলার বটতলা এলাকায় রয়েল বাস কাউন্টারের সামনে অবস্থান করছে।
এর প্রেক্ষিতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাজন ঘোষকে আটক করা হয় পরে তার কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। 
পাকুন্দিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু (পিপিএম) বলেন, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। চোরাই মোটরসাইকেলসহ আটকের ঘটনায় তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com