ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

নাটোরে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে একজন গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে আনোয়ার হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রাত সাড়ে ৩টার দিকে বাগাতিপাড়া উপজেলার বিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার উপজেলার বিলপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প জানায়, বাংলাদেশ সেনাবাহিনীতে ‘অফিস সহায়ক ও ড্রাইভিং ট্রেড’ পদে চাকরিতে নিয়োগের প্রলোভন দেখিয়ে আতাইকুলা থানার শ্রীকোল চরপাড়া গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে মো. মোকতার হোসাইনের (৪২) কাছে ৬ লাখ ২৯ হাজার ও মৃত আনসার আলীর ছেলে মো. দুলাল হোসেনের (৩৪) ৭ লাখ ৫ হাজার টাকা নিয়ে উভয়কেই ভুয়া নিয়োগপত্র দেয়। ওই নিয়োগপত্র নিয়ে ১৬ই জানুয়ারি তারা কাদিরাবাদ ক্যান্টনমেন্টে যোগ দিতে গেলে জানতে পারেন সেটি ভুয়া। এরপর তারা ১৭ই জানুয়ারি আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাগাতিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরেই আনোয়ার হোসেনকে দু’টি ভুয়া নিয়োগপত্রসহ গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত অভিযুক্ত প্রতারক আনোয়ার হোসেনকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com