ঢাকা, ৬ মে ২০২৪, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বদলি ঠেকাতে গণপূর্তের প্রকৌশলীর কাণ্ড!

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র অফিসিয়াল প্যাডে ভুয়া ডিও লেটার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়ে বদলি ঠেকানোর চেষ্টার অভিযোগ উঠেছে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে। এ নিয়ে জেলা জুড়ে চলছে তীব্র প্রতিক্রিয়া।
গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতিসহ সরকারি কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ওই অভিযোগের পর গত ২০শে মার্চ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নোয়াখালী থেকে সা’দ মোহাম্মদ আন্দালিবকে ফেনী গণপূর্ত বিভাগে বদলি করা হয়। একই আদেশে ফেনী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাছানকে নোয়াখালীতে সা’দ মোহাম্মদ আন্দালিবের স্থলাভিষিক্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

একাধিক সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপন জারির পর বদলি ঠেকাতে বিভিন্ন মহলে তদবির শুরু করে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব। পরবর্তীতে গত ৪ঠা এপ্রিল মন্ত্রণালয়ের একটি সিন্ডিকেটের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র অফিসিয়াল প্যাডে স্বাক্ষরযুক্ত একটি ভুয়া ডিও লেটার তৈরি করে তা গত ৮ই এপ্রিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়ে বদলি ঠেকানোর চেষ্টা করে সা’দ মোহাম্মদ আন্দালিব। কিন্তু পরবর্তীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দেয়া ওই ডিও লেটারটি গত ১৫ই এপ্রিল ভুয়া বলে প্রকাশ পায়। পরবর্তীতে তার ওই বদলির প্রজ্ঞাপনটি স্থগিত করে দেয়া হয় এবং বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) তাকে লালমনিরহাট বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। এ বিষয়ে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব বলেন, মন্ত্রী মহোদয়ের ব্যাপার তো আমি জানি না। কোনো মন্ত্রী মহোদয়ের ডিও লেটার তাও জানি না আমি শুধু জানি গত মাসে আমার বদলির একটা অর্ডার হয়েছে, মাঝখানে ওই অর্ডার স্থগিত হয়ে যায়। আজকে আবার আমার বদলির অর্ডার হয়। আমার কাছে অর্ডার আছে, আমি অর্ডার মতো চলি, এর বাইরে আমি কিছুই জানি না।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র প্যাড ও স্বাক্ষরযুক্ত ডিও লেটারটি ভুয়া বলে নিশ্চিত করেছেন সেতুমন্ত্রীর পিএস সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব গৌতম চন্দ্র পাল। তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে, গণপূর্ত মন্ত্রণালয়ে এরকম একটা ডিও লেটার গিয়েছে। জানার পর সঙ্গে সঙ্গে ওই মন্ত্রণালয়কে আমরা বলেছি এই ধরনের ডিও লেটার স্যার (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী) কখনো দেন না, এটা স্যার দেননি। তারপর যখন আমরা কপি পেলাম তখন আরও ভালোভাবে দেখে নিশ্চিত হলাম, এটা আমাদের মন্ত্রণালয়ের ডিও লেটার না, ভুয়া একটি ডিও লেটার। এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড কে বা কারা করেছে যাচাই বাছাই করে ব্যবস্থা নিন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর প্যাড ও স্বাক্ষর নকল করে এই ধরনের ডিও লেটার প্রস্তুতকারকদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টা আমাদের সঙ্গে খুব একটা সংশ্লিষ্টতা নেই, কারণ বিষয়টার সঙ্গে আমাদের অফিসের কেউ যুক্ত না। এটা বের করার জন্য খুব সহজ একটা উপায় হলো গণপূর্ত মন্ত্রণালয়ের অফিসে যে বা যারা এটা জমা দিয়েছে, তাকে চিহ্নিত করে তার মাধ্যমে চেষ্টা করতে হবে এটার সঙ্গে কারা জড়িত। বাইরে যদি কোনো ঘটনা ঘটে, আমরা কিন্তু সেটার কোনো ক্লু পাবো না। আমাদের অফিসকেন্দ্রিক কোনো ক্লু হলে আমরা কিন্তু সেটা বের করতে পারতাম। 
 

পাঠকের মতামত

HA HA HA HA

MK. Mamun Mirza
২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১:০৫ অপরাহ্ন

Don't be surprised.....this is the real face of our Bangladeshi nation. We all are same.

Mohammed
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৫:৪৪ অপরাহ্ন

জাতি হিসেবে সত্যি খুব লজ্জিত।

Omar
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১১:৪৮ পূর্বাহ্ন

জেলার পর্যায়ের সর্বোচ্চ পদমর্যাদার একজন কর্মকর্তার যদি এরূপ নৈতিক অধঃপতন হয় তাহলে বুঝুন জাতির অবস্থা কেমন।

আবদুর রাজ্জাক
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৭:৪৭ পূর্বাহ্ন

হ-য-ব-র-ল

আবদুল নাইম
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১২:০৯ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com