ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

জুড়ীতে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

জেলার জুড়ীতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলী হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বুধবার দুপুরের দিকে জুড়ী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘটে এ ঘটনা। এ সময় চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন তার ঘোড়া প্রতীক সংবলিত লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় তার প্রতিদ্বন্দ্বী উপজেলা চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি (কাপ-পিরিচ মার্কা) এর সমর্থকরা তার ওপর হামলা চালায় এবং তাকে অপহরণের চেষ্টা করে বলে তিনি ও তার সর্মথকরা অভিযোগ করেন। তবে পরিবারের মতামত না নিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে এ হামলা করা হয়েছে বলে হামলাকারীর পক্ষে তাদের পরিবারের সদস্যরা দাবি করেন। তবে ভুক্তভোগী প্রার্থীর অভিযোগ অপর প্রার্থী তার উপর পরিকল্পিতভাবে ওই সন্ত্রাসীদের দিয়ে হামলা করিয়েছেন। এই হামলার সঙ্গে মুহিবুর রহমান ও সাইদুর রহমানসহ আরও কয়েকজন জড়িত বলে আহত প্রার্থীর অভিযোগ।  এ ঘটনায় তিনি জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন
এ বিষয়ে জুড়ী থানার ওসি (তদন্ত) মো হুমায়ুন কবির গণমাধ্যমকর্মীদের জানান আহত চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনের পক্ষে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইননানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com