ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

বৃষ্টির জন্য সারা দেশে ইস্তিসকার নামাজ আদায়

বাংলারজমিন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

দাবদাহে পুড়ছে দেশ। কোথাও বৃষ্টির দেখা নেই। সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরেরও। বৃষ্টির জন্য দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিশেষ নামাজ সালাতুল ইস্তিসকার  আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহ থেকে মুক্তি  পেতে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার বেলা ১১টায় বাগেরহাট শহরের আলইসলাহ্‌ একাডেমি চত্বরে বাগেরহাট  জেলা জাতীয় ইমাম সমিতির আয়োজনে এই ইস্তিসকার নামাজ আদায় করা হয়। বাগেরহাট শহরে ইস্তিসকার নামাজে ইমামতি করেন জেলা ইমাম সমিতির সহ-সভাপতি মাওলানা মো. শাহজাহান। বিশেষ এই নামাজে সহাস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, তীব্র গরম ও বৃষ্টির জন্য লক্ষ্মীপুরে ৫টি উপজেলার ৪০টি স্থানে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। গতকাল সকালে শহরের আদর্শ সামাদ একাডেমি মাঠেও নামাজ আদায় করা হয়। এখানে ইমামতি করেন মাওলানা নাছির উদ্দিন আহমদ এর আগে সদর উপজেলার টুমচর, বশিকপুর, চররমণী, উত্তর হামছাদী ও হাজিরপাড়ায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়। এ ছাড়া রামগঞ্জের ভোলাকোর্ট, ইছাপুর, চণ্ডিপুর, করপাড়া ও দরবেশপুর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করে মুসল্লিরা। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এসব নামাজ আদায় করা হয়। নামাজে অংশগ্রহণকারীরা জানান, কয়েকদিন যাবৎ লক্ষ্মীপুরসহ সারা দেশে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সারা দেশে টানা তাপপ্রবাহের ফলে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে সিরাজগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গতকাল বেলা ১১টার দিকে জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি উচ্চবিদ্যালয় মাঠে ও কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা ঈদগাঁহ মাঠে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজের আয়োজন করেন নূরানী ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মওলানা রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী।

শরীয়তপুর প্রতিনিধি জানান, তীব্র তাপ প্রবাহের গরম থেকে মুক্তি পেতে ডামুড্যার সিড্যায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছে মুসুল্লিরা। নামাজ শেষে হাত উঠিয়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য কান্নাকাটি করেন তারা। গতকাল সকাল সাড়ে ১১টায় ডামুড্যা উপজেলার সিড্যা হাফিজিয়া ও দাখিল মাদ্রাসা মাঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নামাজ আদায় করা হয়।এতেও হাজার হাজার মুসুল্লি উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি প্রতিনিধি জানান, গরমের তীব্রতা থেকে রক্ষাসহ খরাময় পরিস্থিতি থেকে পরিত্রাণ চেয়ে মহান আল্লাহ্‌র রহমতের বৃষ্টির আশায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন রাঙ্গামাটির কয়েকশ’ মুসল্লী। গতকাল সকালে সুন্নি ওলামা পরিষদের আয়োজনে রাঙ্গামাটি শহরের কেন্দ্রীয় জানাজা মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। আহলে সুন্নত ওয়াল জামা’আত রাঙ্গামাটি জেলার সভাপতি মাওলানা মুস্তফা হেজাজীর পরিচালণায় উক্ত বিশেষ নামাজে সুন্নি ওলামা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলা শহরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার আলেম ওলামাগণ অংশগ্রহণ করেন।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ৯টায় শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ নামাজ। সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ চাঁদপুর শাখার আয়োজনে নামাজে ইমামতি করেন- শাহতলী ডিগ্রি কলেজের প্রভাষক হাফেজ মাওলানা মো. ছোহাইল আহমেদ চিশতি। নামাজ শেষে বৃষ্টির জন্য মোনাজাত আয়োজন করা হয়। নামাজে কয়েকশ’ ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

জয়পুরহাট প্রতিনিধি জানান, সারা দেশের মতো জয়পুরহাটেও অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। গতকাল সকাল ৯টার দিকে সদর উপজেলার কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসা মাঠে নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান সরকার। নামাজের মহান আল্লাহর কাছে দীর্ঘ মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা।

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, দাবদাহ থেকে মুক্তি পেতে ও আল্লাহর রহমতের বৃষ্টির জন্য কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। এটি ৩ দিনব্যাপী আদায় করা হবে বলে জানা গেছে। গতকাল সকালে উপজেলার বালাবাড়ীহাট ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে প্রথম দিনের এই নামাজে উপজেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেন। 

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে জানান, প্রচণ্ড গরমের তীব্রতায় বিপর্যস্ত মানিকগঞ্জবাসী। একটু স্বস্তির বৃষ্টির জন্য হাহাকার চারদিকে। সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য চলছে নামাজ ও দুই হাত তুলে দোয়া আর কান্না। বিভিন্ন জায়গায় চলছে নামাজ ও দোয়ার আয়োজন। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভার শহীদ তিতুমীর একাডেমি প্রাঙ্গণে শত শত মুসল্লি বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে ইস্তিসকার নামাজ আদায় করেন। নামাজ শেষে অসহনীয় গরমের হাত থেকে মানুষ ও প্রাণিকুলের মধ্যে স্বস্তি ফেরাতে একটু বৃষ্টির আশায় সৃষ্টিকর্তার দরবারে দুই হাত তুলে দোয়া করেন। ছোট-বড় সব বয়সের মানুষ ইস্তিসকার নামাজ ও দোয়ায় অংশ নেন।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, অনাবৃষ্টি ও দাবদাহ থেকে বাঁচতে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৭টায় রামগঞ্জ বাস স্ট্যান্ড মসজিদের উদ্যোগে বাস স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণ মাঠে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে অসহনীয় গরম থেকে জীবন বাঁচতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। বাস স্ট্যান্ড সংলগ্ন দক্ষিণে মাঠে নামাজ শেষে জীবনের করা ভুলত্রুটির ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য কান্নাকাটি করেন মুসল্লিরা। নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন প্রভাষক আমিনুল ইসলাম মুকুল। 

পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীতে অব্যাহত তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ, খরায় ফসলহানির শঙ্কা। এ থেকে পরিত্রাণের জন্য উপকারী বৃষ্টির জন্য আল্লাহ্‌র রহমত কামনায় তীব্র রোদে সালাতুল ইস্তিসকা আদায় করেছেন তিন শতাধিক  মুসল্লিসহ সাধারণ মানুষ। গতকাল সকাল ৯টায় ডিসি বাংলোর সামনের সড়কে দুই রাকয়াত নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন পটুয়াখালী সরকারি কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. মুহতাসিম বিল্লাহ জুনায়েদ। 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। প্রচণ্ড দাবদাহে বৃষ্টির জন্য দু’হাত তুলে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় কাঁদলেন মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায়  উপজেলার মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার তিন শতাধিক মুসল্লি বৃষ্টির জন্য দু’রাকয়াত সালাতুল ইস্তিসকা নামাজ আদায়ের পর বিশেষ মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন উপজেলা কাচারী মাঠের জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, প্রচণ্ড দাবদাহে দেশের উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দাবদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহ্‌তায়ালার কাছে রহমতের বৃষ্টি কামনা করে নীলফামারীর সৈয়দপুরে খোলা আকাশের নিচে ‘ইস্তিসকার নামাজ’ আদায় করেছেন মুসল্লিরা। 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, তীব্র তাপপ্রবাহের সঙ্গে অসহনীয় রোদ আর গরমে দিনাজপুরের খানসামা উপজেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তীব্র তাপ থেকে পরিত্রাণ ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ ও দোয়া পরিচালনা করেন সাজাপুর জামে মসজিদের খতিব মাওলানা মো. আনিছুর রহমান। এসময় অত্রাঞ্চলের বিভিন্ন বয়সের মুসল্লিরা নামাজে অংশ নেন।

ইস্তিসকার নামাজে আসা সামিউল ইসলাম, সেকান্দার আলীসহ ৫-৭ জন মুসল্লি বলেন, সারা দেশের মতো খানসামা উপজেলায় অসহনীয় গরম পড়েছে। অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে না। তীব্র গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com