ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

চেয়ারম্যান-মেম্বারের বিরোধ

কটিয়াদীতে শালিসে এমপি-নেতাদের সামনেই চেয়ার ছোড়াছুড়ি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

কিশোরগঞ্জের কটিয়াদীর করগাঁও ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা ও পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার মাহবুবুর রহমান পানুর মধ্যে বিরোধের
শালিসে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। করগাঁও হাইস্কুল মাঠে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, চেয়ারম্যান নাদিম মোল্লা ও মেম্বার মাহবুবুরের মধ্যে পূর্ব বিরোধ মীমাংসার লক্ষ্যে শালিস দরবার আয়োজন করে। এতে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী, পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য এড. সোহরাব উদ্দিন, সাবেক সাংসদ মেজর (অব.) আখতারুজ্জান রঞ্জন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এম এ আফজল, সাবেক উপজেলা চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর, এড. মাহমুদুল ইসলাম জানু, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তি বর্গসহ কয়েক হাজার ব্যক্তি উপস্থিত ছিলেন। শালিসের এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা নাদিম মোল্লাকে কটাক্ষ করে দেয়া বক্তব্য নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে ছত্র ভঙ্গ করে। এতে শালিস পণ্ড হয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাট্টা এলাকার জনৈক ব্যক্তির নিকট পাওনা টাকা আদায় ও ভিজিডি চাল বরাদ্দের বিষয় নিয়ে গত রমজান মাসে মেম্বার মাহাবুবুর রহমান পানুকে পরিষদ থেকে নিয়ে করগাঁও এলাকার কিছু লোক অপমান-অপদস্ত করে। কিন্তু চেয়ারম্যান এ ব্যাপারে কোন প্রতিবাদ ও বিচার করেনি এ ব্যাপারে চেয়ারম্যান নাদিম মোল্লার সাথে কথা বলতে চাইলে মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। কটিয়াদী থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, এ ঘটনায় কেউ আহত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে করগাঁও এলাকায় বিশেষ নজর রাখা হচ্ছে।  

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com