ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

আমতলীতে ভোট দিতে টাকা না নেয়ায় কুপিয়ে জখম

আমতলী (বরগুনা) প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

বরগুনার আমতলীতে ইউপি নির্বাচনে ভোট দিতে টাকা না নেয়ায় প্রতিপক্ষের সমর্থকদের বিরুদ্ধে কুলসুম বেগম নামের এক নারীকে হাত-পা ও পেটে ধারালো অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, আগামী ২৮শে এপ্রিল আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ১নং ওয়ার্ডের দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের বেলাল হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম (৩০) চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোতাহার উদ্দিন মৃধার ঘোড়া মার্কার সমর্থক। গতকাল দুপুর ১২টার সময় মুখোশ পরিহিত দু’জন লোক তার বাড়িতে প্রবেশ করে। তারা অপর প্রার্থী আবুল বাশার নয়ন মৃধার (অটোরিকশা) মার্কায় ভোট দেয়ার জন্য ৫ হাজার টাকা সাধেন। কুলসুম টাকা নিতে অস্বীকার করলে তারা তার মুখ চেপে ধরে হাত-পা ও পেটে ধারলো অস্ত্র দিয়ে জখম করে চলে যায়। পরে বাড়ির লোকজন এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুলসুমকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কুলসুম বেগমের হাত-পা ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আমতলী থানার অফিসার ইনচার্জ মো. কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ঘটনা তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com