ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

ঈশ্বরদীতে গৃহবধূকে হত্যার অভিযোগে মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

পাবনার ঈশ্বরদীতে সুমাইয়া খাতুন (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের রেলগেট এলাকায় বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন নিহতের স্বজনরা। এদিকে তার স্বামী লাশ হাসপাতালে রেখে পালিয়েছে। এ ঘটনায় গা-ঢাকা দিয়েছে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন।

জানা যায়, সোমবার উপজেলার পূর্ব টেংরি কদমতলা গ্রামে নিজ ঘরে থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন পরিবারের লোকজন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ থানা-পুলিশকে বিষয়টি জানায়। নিহতের বাবা আরমান মণ্ডল জানান, বিয়ের পর যৌতুক দিলেও শ্বশুরবাড়ির লোকজন আবার যৌতুকের টাকার জন্য শুরু হয় নির্যাতন। সোমবার দুপুর ১২টার পর প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারি, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। এরপর জানতে পারি, মেয়ে মারা গেছে। পরে মেয়ের স্বামীসহ পরিবারের লোকেরা মেয়ের লাশ হাসপাতালে রেখে পালিয়ে যান তার দাবি, রোববার রাতে তার মেয়েকে নির্যাতন করা হয়েছে। 

এরপর তার মৃত্যু হলে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ায় ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানো হচ্ছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে লাশের ময়নাতদন্ত করেছি। এখনই মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন এলে সঠিক কারণ জানা যাবে।

 

 

 

 

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com