ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সাজেকে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯

রাঙ্গামাটি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

রাঙ্গামাটির বাঘাইছড়ির উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ৩শ’ ফুট গভীর খাদে পড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৫ জন আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজেক থানার উপ-পুলিশ পরিদর্শক মুশফিকুর রহমান জানান, বুধবার বিকাল ৫টার দিকে খাগড়াছড়ি থেকে মিনি ট্রাকে সাজেকের উদয়পুর সীমান্ত দিয়ে যাওয়ার সময় সড়কের ‘৯০ ডিগ্রি’ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন ৮ জন। ট্রাকটিতে সর্বমোট ১৭ জন শ্রমিক ছিলেন। মৃত ২ জনের পরিচয় নিশ্চিত করে পুলিশ। তারা হলেন- কক্সবাজারের রামুর আব্দুর শুক্কুরের ছেলে মো. জসিম উদ্দিন (৩৫) ও ময়মনসিংহের ইশ্বরগঞ্জের হাশেম ফকিরের ছেলে মো. লালন মিঞা। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল জানান, সীমান্ত সড়কের কাজ শেষে করে শ্রমিক বহনকারী ট্রাকটি মূল স্টেশনে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। আহত শ্রমিকদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। সাজেক থানায় ৫ জনের মরদেহ আছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের ৪ জনের মরদেহ আছে। হতাহতদের নাম ও পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সাগর দেব তপু জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে ৪ জন হাসপাতালে আনার পথে মারা গেছেন। চিকিৎসাধীন ৬ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com