ঢাকা, ৫ মে ২০২৪, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

নিষেধাজ্ঞার ঝুঁকি সত্ত্বেও আশাবাদী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

মানবজমিন ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

যুক্তরাষ্ট্রের সতর্কতা সত্ত্বেও ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন নিয়ে আশাবাদী পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি আশা করেন, ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পের বাধা দূর হবে এবং প্রকল্পটি বাস্তবায়ন হবে। জিও নিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ অঞ্চলে টালমাটাল পরিস্থিতিতে এবং অস্থিরতার মধ্যে দেশগুলোকে তাদের স্বার্থ সুরক্ষিত রাখতে একটি অভিন্ন প্ল্যাটফরমে সমবেত হতে হবে। সমবেত হতে হবে ইউরোপিয়ান এবং পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে ইসরাইলের মতো বড় শক্তির ক্রমবর্ধমান হস্তক্ষেপের বিষয়ে। এক্ষেত্রে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির পাকিস্তান সফরকে সফল ও বড় পরিবর্তন বলে উল্লেখ করেন। তার এই সফরকে ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে গ্যাস-পাইপলাইন প্রকল্পের জন্য এই সফর গুরুত্বপূর্ণ ছিল। কারণ, ভূ-রাজনৈতিক ইস্যু এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে প্রকল্পটি অচল অবস্থায় ছিল। 
পাকিস্তানের এই মন্ত্রী এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যখন যুক্তরাষ্ট্র বার বার নিষেধাজ্ঞার ঝুঁকির কথা বলেছে। বিশেষ করে এই প্রকল্পকে ঘিরে এমন সতর্কতা দিয়েছে যুক্তরাষ্ট্র।  
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com