ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জিলক্বদ ১৪৪৫ হিঃ

বিবিধ

১০ বছরে পদার্পন করলো বিক্রয়বাজার ডটকম

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৩ এপ্রিল ২০২৪, বুধবার, ১০:২৩ অপরাহ্ন

প্রতিষ্ঠার ১০ম বছরে পদার্পন করলো দেশের অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান বিক্রয়বাজার ডটকম।বিক্রয়বাজার এর প্রতিষ্ঠাতা নুরুন নবী হাসান এর হাত ধরে শুরু হয় এই ই-কমার্স প্রতিষ্ঠানটি। এই ১০ বছরে বাংলাদেশের সম্ভাবনাময় ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ক্রেতা ও উদ্যোক্তা উভয়ের কাছেই একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে বিক্রয় বাজার।

বিক্রয়বাজারের শুরুর গল্প সম্পর্কে প্রতিষ্ঠাতা নুরুন নবী হাসান বলেন, গতানুগতিক ব্যাবসার বাইরে গিয়ে নতুন কিছু করার প্রত্যায়ে ছাত্রজীবনেই শুরু করি ই-কমার্স ব্যাবসা। তখন ই-কমার্স শব্দটিই মানুষের কাছে ছিলো নতুন।  ঢাকার বাইরে মফস্বললে থেকে শুরু করা ছিলো আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুরুর দিকে ই-ক্যাব গ্রুপ এবং তৎকালীন ই-ক্যাব সভাপতি রাজীব ভাইয়ের পরামর্শ ছিলো আমার এগিয়ে যাওয়ার মূল প্রেরণা। শুরু থেকে ফেসবুক পেইজ কেন্দ্রীক ব্যাবসা শুরু হলেও খুব অল্প সময়ে তা ওয়েবসাইট ভিত্তিক বিজনেসে রুপান্তর হয়। বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করেন ৪০ জনের বেশি কর্মচারী।

বিক্রয়বাজারের হাত ধরে গড়ে উঠেছে আরও শত শত ই-কমার্স প্রতিষ্ঠান। বিক্রয়বাজারের পাশাপাশি  অন্যান্য ই-কমার্স ব্যাবসায়ীদের জন্য শুরু করেন হোলসেল পণ্য বিক্রি। ঢাকার মিরপুর, চকবাজার এবং অনলাইনে ১২০০ এর বেশি সেলার এবং ই-কমার্স উদ্যোক্তা আছেন যারা সরাসরি নুরুন নবী হাসান থেকে পণ্য নিয়ে সফল ই-কমার্স ব্যাবসা দাঁড় করেছেন। পণ্য বিক্রির পাশাপাশি ই-কমার্স ব্যাবসায়ীদের প্রয়োজনীয় সকল সেবা - ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট, সোশাল মিডিয়া, উদ্যোক্তাদের বাকিতে পণ্য দেওয়া ইত্যাদি সকল সুবিধা পাওয়া যায় বিক্রয়বাজারে।

বিক্রয়বাজার এর প্রতিষ্ঠাতা নুরুন নবী হাসান ই-কমার্স অ্যাসোসিয়েশন (ই-ক্যাব) এর সেলার ফোরামের চেয়ারম্যান তিনি দীর্ঘদিন ধরেই ই-কমার্স এর উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ধরনের ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ আয়োজন এবং মার্কেটপ্লেসের সাথে সেলারদের সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। নুরুন নবী হাসানের স্বপ্ন ছিল দেশের সব যায়গায় তার পণ্য পৌছে দেবার পাশাপাশি সফল ই-কমার্স উদ্যোক্তা গড়ে তোলার।

দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রির উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে চান নুরুন নবী হাসান। 
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হাসান বলেন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর মাধ্যমে দেশের ই-কমার্স ইকোসিস্টেমের উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যেতে আরও বেশি কাজ করতে চাই।

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com