এক্সক্লুসিভ

প্রিয়াংকাকে নিয়ে জোর গুঞ্জন, কী বললেন স্বামী রবার্ট!

মানবজমিন ডেস্ক

১৮ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ৯:১১ পূর্বাহ্ন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কি লড়াই করবেন কংগ্রেসের জনপ্রিয় মুখ সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াংকা গান্ধী ভদ্র! তাকে নিয়ে এতদিন আলোচনা ছিল, তিনি রাজনীতিতে আসবেন কি না! সে জল্পনার অবসান হয়েছে। তিনি এখন কংগ্রেসের সক্রিয় রাজনীতিক। উত্তর প্রদেশ পূর্বভাগের সাধারণ সম্পাদক। এখন তাকে নিয়ে জল্পনা তিনি কি মোদির প্রতিদ্বন্দ্বী হবেন কোনো আসনে! পানিটা ঘোলা হয়েছে বেশি বারানসি আসনকে কেন্দ্র করে। একটা সাসপেন্স ঝুলে আছেই সেখানে। ওই
আসনে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রিয়াংকা গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জোর গুঞ্জন। তবে তিনি বারানসি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করুন বা অন্য কোথাও থেকে করুন- নির্বাচনী লড়াইয়ে যে নিজে নামছেন তা স্পষ্ট করলেন তার স্বামী রবার্ট ভদ্র। তিনিই ইঙ্গিত দিয়েছেন প্রিয়াংকা গান্ধী কংগ্রেসের কঠোর পরিশ্রমী ব্যক্তি। তাকে জনগণ পরিবর্তনের এজেন্ট হিসেবে দেখে থাকে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
দৃশ্যত এবার লোকসভা নির্বাচনে এটাই রবার্ট ভদ্রের প্রথম মুখখোলা। সাংবাদিকরা তার কাছে জানতে চেয়েছিলেন, মোদির বিরুদ্ধে প্রিয়াংকা কি একজন ভালো প্রার্থী হবেন? জবাবে রবার্ট ভদ্র বলেছেন, প্রিয়াংকা কঠোর কাজ করবে। জনগণ পরিবর্তন চায়। তারা এই পরিবর্তনটা তার ও রাহুল গান্ধীর মধ্যে দেখে।
তার কাছে জানতে চাওয়া হয়, প্রিয়াংকা কি নরেন্দ্র মোদির সামনে কঠোর চ্যালেঞ্জ ছুড়ে দেবেন? রবার্ট ভদ্রের জবাব- অবশ্যই।
তবে এখনও কংগ্রেস ঘোষণা দেয়নি যে, বারানসিতে মোদি বনাম প্রিয়াংকা লড়াই হচ্ছে। যদিও এ বিষয়টি নিশ্চিত নয়, তবে এটা ঘটতে পারে যদি উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি প্রিয়াংকাকে অভিন্ন প্রার্থী হিসেবে সমর্থন করে।
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2022
All rights reserved www.mzamin.com