অনলাইন

ঈদের আগাম টিকিটের ট্রেন যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

২৭ এপ্রিল ২০২২, বুধবার, ১২:২৭ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগাম টিকিটের প্রথম দিনের ট্রেনযাত্রা শুরু হয়েছে। আজ ভোর থেকেই কমলাপুর স্টেশন ছেড়ে যায় কয়েকটি ট্রেন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আগেভাগেই এসব ট্রেনে করে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। তবে ঈদ যাত্রার শুরুতে তিনটি ট্রেন বিলম্বে কমলাপুর স্টেশন ছেড়েছে। এসব ট্রেনের মধ্যে সবচেয়ে বেশি দেরিতে ছাড়ে রংপুর এক্সপ্রেস ও ধূমকেতু এক্সপ্রেস। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

ভোর ৬টায় রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে ঈদ যাত্রা শুরু হওয়ার কথা ছিল। তবে ধূমকেতুর বিলম্ব হওয়ায় ৬টা ২০ মিনিটে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের মাধ্যমে ঈদ যাত্রা শুরু হয়।
ঈদ যাত্রার প্রথম দিনের শুরুর ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ৫৫ মিনিট বিলম্বে স্টেশন ছাড়ে। অর্থাৎ ভোর ৬টায় ছাড়ার কথা থাকলেও তা কমলাপুর ছেড়ে যায় ৬টা ৫৫ মিনিটে। অপর ট্রেন খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটে কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় ৮টা ৪৭ মিনিটে।

রংপুর অভিমুখী রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে কমলাপুর স্টেশন ছাড়ার কথা ছিল। তবে রংপুর এক্সপ্রেস ১ ঘণ্টা ২০ মিনিট বিলম্ব করে কমলাপুর স্টেশন ছাড়ে সকাল ১০টা ৩০ মিনিটে।

এদিকে আজ আগাম টিকিট বিক্রির শেষ দিনেও রাজধানীর কমলাপুর স্টেশনের ১৬টি কাউন্টারের প্রতিটিতেই টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা গেছে। এই লাইন কাউন্টার ছাড়িয়ে পৌঁছে গেছে রাস্তায়। তাদের কেউ সেহরির পরপর এসেছেন, কেউ আগের রাতে। আজ ১ মের টিকিট বিক্রি চলছে।

কমলাপুর স্টেশন কর্তৃপক্ষের হিসাবে এবারের ঈদযাত্রায় প্রতিদিন ৫৩ হাজার যাত্রী ট্রেনে চেপে ঢাকা ছাড়বেন।
এ ছাড়া ঈদ উপলক্ষে আন্তঃনগর ও লোকাল ট্রেনগুলোর পাশাপাশি ৬টি বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এরমধ্যে আছে চাঁদপুর স্পেশাল ২ জোড়া, দেওয়ানগঞ্জ স্পেশাল ১ জোড়া, শোলাকিয়া স্পেশাল ২ জোড়া ও ১ জোড়া খুলনা স্পেশাল। তবে এসব ট্রেনের সরাসরি কাউন্টার থেকে কাটতে হবে। এবার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় শনিবার। ওইদিন পাওয়া গেছে ২৭ এপ্রিলের টিকিট।

ঈদের পর ট্রেনে ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে থেকে, সেই টিকেট বিক্রি হবে ১ মে। এরপর যথাক্রমে ৬ মের জন্য ২ মে, ৭ মের জন্য ৩ মে এবং ৮ মের জন্য ৪ মে টিকেট কেনা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status