খেলা

‘পিএসজিতে ভালোই আছি’, দলবদল প্রসঙ্গে এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২১, বুধবার, ১:৪১ অপরাহ্ন

কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে চেষ্টার কমতি ছিল না রিয়াল মাদ্রিদের। ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাবেও পিএসজি কর্তাদের মন গলাতে পারেনি লস ব্লাঙ্কোরা। ২০০ মিলিয়ন ইউরোতেও হয়নি বনিবনা, ফরাসি স্ট্রাইকারের জন্য ২২০ মিলিয়ন ইউরো দাবি করে লা প্যারিসিয়ানরা। সবশেষে সম্ভব হয়নি এমবাপ্পের প্রিয় ক্লাব রিয়ালে যোগদান। নতুন বছরে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে কি স্পেন যাত্রা করবেন এমবাপ্পে? উত্তরটা দিলেন এমবাপ্পেই, পিএসজিতে ভালোই আছেন তিনি। জানুয়ারির দলবদলে যাবেন না কোথাও।

কদিন আগে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘আমার মনে হয় না, জানুয়ারিতে স্কোয়াডের শক্তি বাড়ানোর দরকার আছে।’ সম্প্রতি এমবাপ্পের পিএসজি প্রীতিও এমবাপ্পের প্যারিসে থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে। দিন দুয়েক আগেই বলেছিলেন পিএসজির জার্সিতে ব্যক্তিগত পারফরম্যান্স নয়; বরং শিরোপা জিততে চান এমবাপ্পে। লা প্যারিসিয়ানদের প্রথম চ্যাম্পিয়নস লীগ শিরোপায় চুমু আঁকতে মুখিয়ে রয়েছেন তিনি।

এমবাপ্পের লক্ষ্য পাল্টায়নি। দল বদল নিয়ে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘এখন ভবিষ্যত নিয়ে কথা বলার সময় নয়। কারণ আমরা মৌসুমের খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি। (চ্যাম্পিয়নস লীগে) আমাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ফেব্রুয়ারি ও মার্চে মাদ্রিদকে হারানোই আমার লক্ষ্য। আমরা সে জন্য প্রস্তুত এবং পিএসজির হয়ে আমি নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে চাই।’

জানুয়ারির শীতকালীন দলবদলে রিয়ালে যোগ দিতে চান কি না, এ প্রশ্নে এমবাপ্পের সরাসরি উত্তর, ‘না, জানুয়ারিতে হচ্ছে না। পিএসজিতে ভালোই আছি। শতভাগ নিশ্চিত থাকুন মৌসুমটা পিএসজিতেই কাটাবো। পিএসজির হয়ে বড় কিছু জেতা আমার প্রাপ্য।’

গত মৌসুমে এমবাপ্পে যে পিএসজি ছাড়তে চেয়েছিলেন সেটা ওপেন-সিক্রেটই। তখন কিছু না বললেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এবার। এমবাপ্পে বলেন, ‘নিজের কাছে সৎ ছিলাম। মনে যা ছিল, সেটাই বলেছি। তবে থাকতে পেরে আমি খুশি। এটা (প্যারিস) আমারও শহর। আমি একজন ফরাসি... এ মৌসুমে সব জিততে চাই। প্যারিস আমার শহর। আমি এখানেই বড় হয়েছি। পরিবার ও বন্ধুদের সামনে পিএসজির হয়ে খেলাটা দুর্দান্ত ব্যাপার।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status