খেলা

জাভির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তোরেস

স্পোর্টস ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২১, বুধবার, ১:০১ অপরাহ্ন

স্প্যানিশ লা লিগার ফিনান্সিয়াল ফেয়ার প্লের সীমাবদ্ধতায় লিওনেল মেসিকে ছেড়েছে বার্সেলোনা। আর্জেন্টাইন মহাতারকার পর অঁতোয়ান গ্রিজম্যানও ছাড়েন ন্যু-ক্যাম্প। ধুঁকতে থাকা বার্সা বড় ধাক্কাটা খায় সার্জিও আগুয়েরোর অবসরে। আক্রমণভাগের শক্তি বর্ধনে এবার ম্যানচেস্টার সিটি থেকে ফেররান তোরেসকে দলে ভেড়ালো কাতালান ক্লাবটি।
বার্সেলোনার দুঃসময়ে রোনাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হয়েছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। স্প্যানিশ কিংবদন্তির অধীনে রাতারাতি পাল্টে যায়নি দল। চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে হতাশ জাভি বলেছিলেন, ‘বার্সার এমন বাস্তবতা মানা বিরক্তিকর।’ এবার জাভির তুরুপের তাস হতে পারেন তোরেস। তরুণ এই স্ট্রাইকার জানালেন জাভির সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি। তোরেস বলেন, ‘খেলোয়াড় হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ার কাটিয়েছেন জাভি। কোচ হিসেবেও ততোটাই ভালো তিনি। এটি কেবল শুরু তার। আমার বিশ্বাস, জাভির অধীনে আমার অনেক উন্নতি হবে। আমি তার সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আছি।’
বার্সেলোনায় যোগ দিয়ে উচ্ছ্বসিত তোরেস। তিনি বলেন, ‘এই ক্লাবে যোগ দিতে পেরে আমি অনেক আনন্দিত। বিশ্বের অন্যতম সেরা এই ক্লাবকে আমি আমার ফুটবল দক্ষতা দিয়ে সাহায্য করতে চাই।’
গত বছরের আগস্টে ভ্যালেন্সিয়া থেকে পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তোরেস। দেড় বছরের কম সময়ের মধ্যে আবার স্পেনে ফিরলেন তিনি। ইংলিশ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে তিনি গোল করেন ১৬টি।
তোরেস বলেন, ‘এখানে (বার্সা) এসে আমি উচ্ছ্বসিত। আমার ফুটবল ক্যারিয়ারের উন্নতিতে এটা দুর্দান্ত একটি পদক্ষেপ। আমার যোগদানে ক্লাবই আনন্দিত এবং আমি তাদের সঙ্গে চলারপথ সুগম করতে চাই।’
গুঞ্জন চলছিল, এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তোরেসকে ভেড়ানোর খবরটি নিশ্চিত করে বার্সেলোনা। ২১ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ব্লাউগ্রানারা। ২০২৭ সালের জুন পর্যন্ত নীল-মেরুন জার্সি গায়ে খেলবেন তোরেস। তার বাইআউট ক্লজ ধরা হয়েছে ১০০ কোটি ইউরো।
তোরেস জন্য বার্সেলোনার কত খরচ হচ্ছে, তা অবশ্য জানানো হয়নি। তবে বৃটিশ ও স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, তার জন্য কাতালান ক্লাবটিকে গুনতে হবে সাড়ে ৫ কোটি ইউরো।
গত ২ অক্টোবর উয়েফা নেশনস লীগের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হারের পর তোরেস কোনো ম্যাচ খেলেননি পায়ের চোটের কারণে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচে তার গোল ১২টি।
চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া বার্সেলোনা লা লিগায়ও সুবিধাজনক অবস্থানে নেই। পয়েন্ট টেবিলের সাত নম্বরে ব্লাউগ্রানাদের অবস্থান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status