দেশ বিদেশ

শাহজাহান ভূঁইয়ার সন্ধান চাইছে পরিবার

স্টাফ রিপোর্টার

২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৯:৩৬ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাগেরহাটি গ্রামের মো. শাহজাহান ভূঁইয়াকে প্রায় দুই বছর ধরে খুঁজে পাচ্ছে না তার পরিবারের সদস্যরা। পরিবারের সঙ্গে মোবাইলফোনে সর্বশেষ তার কথা হয় ১০ই আগস্ট ২০১৮ তারিখে। তখন তিনি চাকরি করতেন টিভিএল ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় ছিল তার কর্মস্থল। তার বয়স ৬২ বছর। জাতীয় পরিচয়পত্র ৪৮১০২২৩৭৪৩১১০। উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। মুখমণ্ডল  গোলাকার। সন্ধান পেতে নিখোঁজ ব্যক্তির বড় ছেলে ফয়সল ভূঁইয়া অষ্টগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ৫৬৯, তারিখ- সেপ্টেম্বর ১৮, ২০২০। জিডি সূত্রে জানা যায়, শাহজাহান ভূঁইয়া এক সময় রেনাটা ফার্মাসিউটিক্যালে চাকরি করতেন। পরবর্তীতে অবসরে আসার পর বাড়িতে বসে না থেকে আবার চাকরির সন্ধানে নিজ বাড়ি থেকে ১৬ই অক্টোবর ২০১৭ তারিখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উদ্দেশ্যে যান। সেখানে গিয়ে জিসকা ফার্মসিউটিক্যাল কোম্পানিতে চাকরি  নেন। সেখানে চাকরিরত থাকার সময় বাড়িতে মোবাইলফোনে নিয়মিত যোগাযোগ করতেন। মোবাইলে হঠাৎ একদিন তিনি জানান যে, ওই কোম্পানি পরিবর্তন করে টিভিএল ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যোগদান করেছেন তিনি। নতুন কর্মস্থল চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার কালুরঘাট বিসিক শিল্প এলাকায়। সেখান থেকে ১০ই আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত মোবাইলফোনে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত  যোগাযোগ রক্ষা করতেন তিনি। কিন্তু এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ নেই বলে জিডিতে বলা হয়েছে। ছেলে ফয়সল জিডিতে লিখেছেন যে, “আমার পিতার ব্যবহৃত মোবাইল নম্বরে, ০১৯১৮-৫৩৪৭৪৩, আমরা যোগাযোগের চেষ্টা করি। কিন্তু নম্বরটি এখন ব্যবহার করছেন  ভোলার এক ব্যক্তি যার দাবি তিনি মেলা  থেকে সিমটি কিনেছেন।” এরপর পিতার সন্ধানে ফয়সল ও তার পরিবারের সদস্যরা গাজীপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে এবং আত্মীয়-স্বজনদের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু আজ পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায়নি। এখনো খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। ফয়সল জানিয়েছেন, যদি কেউ তার সন্ধান  পেয়ে থাকেন তবে তারা যেনো ফয়সলের  মোবাইল নম্বরে- ০১৭৮৭-১৫৯৪৬৬,  যোগাযোগ করেন অথবা অষ্টগ্রাম থানায় অবগত করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status