শেষের পাতা

‘বিশ্ব রাজনৈতিক অঙ্গনে বিশেষ নাম শেখ হাসিনা’

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৯:২৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিশ্ব রাজনৈতিক অঙ্গনে জননেত্রী শেখ হাসিনা একটি বিশেষ নাম হিসেবে স্থান করে নিয়েছেন- তার নেতৃত্ব আর সাহসী পদক্ষেপের কারণে। তার যোগ্যতা তিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন বিশ্ব দরবারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন উপলক্ষে নবাবগঞ্জ উপজেলায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় আব্দুল ওয়াছেক মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ঢাকা-১ আসনের এমপি উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার দুরদর্শিতায় বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। উন্নয়নের ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। আমরা তার জন্মদিনে দীর্ঘায়ু কামনা করি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাবেক গণপরিষদ সদস্য আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী সওকত হোসেন শাহীন, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, মো. ইব্রাহিম খলিল, ড. সাফিল উদ্দিন মিয়া, নন্দ লাল সিং, দেওয়ান তুহিনুর রহমান, প্রকৌশলী আরিফুর রহমান শিকদার, জলিল ব্যাপারী, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলা ছাত্রলীগ ও দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দোহার-নবাবগঞ্জ কলেজ ফটক থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভায় যুক্ত হন ছাত্রলীগের নেতাকর্মীরা। আলোচনা শেষে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status