খেলা

বাফুফে নির্বাচনে থাকার ইঙ্গিত বাদল রায়ের

স্পোর্টস রিপোর্টার

২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৮:৫১ পূর্বাহ্ন

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নিজের প্রার্থিতা প্রত্যাহার চেয়ে আবেদন করেছিলেন বাদল রায়। কিন্তু নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে জমা দেয়ায় আইনগতভাবে নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি। যে কারণে চূড়ান্ত হওয়া প্রার্থী তালিকায় সভাপতি পদে কাজী সালাউদ্দিন ও শফিকুল ইসলাম মানিকের পাশে বাদল রায়ের নামও আছে। পরবর্তীতে অসুস্থতার কথা বলে প্রার্থিতা প্রত্যাহারে সংবাদ সম্মেলন করেন বাফুফের এই সহ-সভাপতি। গতকাল তিনিই আবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে পরিবর্তনের ডাক দিয়েছেন। সেখানে তিনি লিখেন, আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং সবসময় আপনাদের পাশেই থাকবো। আগামী ৩রা অক্টোবর বাফুফের বহুল আলোচিত নির্বাচন। টানা চতুর্থবারের মতো এই নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন কাজী মো. সালাউদ্দিন। তাকে চ্যালেঞ্জ জানিয়ে সভাপতি প্রার্থী হন তার সঙ্গে তিন দফা সহ-সভাপতির দায়িত্বে থাকা বাদল রায়। হঠাৎ করে এই পদে শফিকুল ইসলাম মানিক প্রার্থী দলে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দেয়। অদৃশ্য এক চাপে আবার মনোনয়ন প্রত্যাহারের দিনে স্ত্রীকে পাঠিয়ে মনোনয়ন প্রত্যাহার করান বাদল রায়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় তার সেই প্রত্যাহারের আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন। এ কারণেই সরে যাওয়ার ঘোষণা দিলেও নির্বাচনের লড়াইয়ে থাকেন বাদল রায়। তাইতো শেষ মুহূর্তে তার এই স্ট্যাটাস নির্বাচনের পালে নতুন করে হাওয়া লাগে। তৃণমূলের প্রতি পরিবর্তনের আহ্বান জানিয়ে বাদল রায় তার ফেসবুকে লেখেন, ‘আপনারা সবাই জানেন ফুটবল যতটুকু বেঁচে আছে তা শুধু জননেত্রী মমতাময়ী মা শেখ হাসিনা’র কারণেই বেঁচে আছে। কারণ ফুটবল তৃণমূলে যতটুকু গিয়েছে তা শুধু তার দূরদর্শী চিন্তা ভাবনার কারণে গিয়েছে। তার উদ্যোগে বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়েছে। তার কারণেই নতুন প্রজন্মের সংগঠক ও খেলোয়াড়রা স্বপ্ন দেখছে। এটা কোনো বাফুফের কৃতিত্ব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুটবলের প্রতি এতো আন্তরিকতা থাকার পরেও ফুটবল কেন ১২ বছরে এগোতে পারেনি? এটা আপনাদের সবার বুঝতে হবে? তাই আমি বলবো, আপনাদের এখন সময় এই নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের সঠিক রায়টি দিবেন। যেন আমাদের ফুটবলকে আগামী প্রজন্মের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারি। তাই আপনার মূল্যবান ভোট পরিবর্তনের পক্ষে রায় দিবেন। কারণ ফুটবল বাঁচাতে এর কোনো বিকল্প নেই। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং সবসময় আপনাদের পাশেই থাকবো।’ বাদল রায়ের এই স্ট্যাটাসে তার নির্বাচনে থাকার বিষয়টি এক প্রকার পরিষ্কার হয়েছে। তবে মুঠোফোনে সেটি স্বীকার না করলেও কাউন্সিলরদের পরিবর্তনের পক্ষে রায় দেয়ার আহ্বান জানান। এদিকে আজ হোটেল ৭১-এ সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা করবেন আরেক সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status