খেলা

এবার বিধ্বস্ত বায়ার্ন মিউনিখই

স্পোর্টস ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৮:৫১ পূর্বাহ্ন

যাকেই সামনে পাচ্ছিল একেবারে গুঁড়িয়ে দিচ্ছিলো বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে বার্সেলোনাকে ৮-২ গোলে হারানোর পর শালকাকে ৮-০ গোলে উড়িয়ে বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু করে তারা। কিন্তু এবার নিজেরাই বিধ্বস্ত। রোববার বুন্দেলিগায় হফেনহাইমের কাছে ৪-১ গোলে হার দেখে বায়ার্ন মিউনিখ। হফেনহাইম সুযোগ মিস না করলে ব্যবধানটা আরো বড় হতে পারতো। ২০২০ সালে এটি ‘ট্রেবলজয়ী’ বায়ার্নের প্রথম হার। বায়ার্নের দায়িত্ব নেয়ার পর ৪টি শিরোপা জিতেছেন কোচ হানসি ফ্লিক। গত মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পিএসজিকে হারিয়ে ট্রেবল পূর্ণ করে বায়ার্ন। ২৪শে সেপ্টেম্বর উয়েফা সুপার কাপে সেভিয়াকে হারিয়ে বাভারিয়ানরা জেতে বছরের চতুর্থ শিরোপা। গত ডিসেম্বরে বরুশিয়া মশেনগ্লাডবাচের বিপক্ষে ২-১ গোলে সবশেষ হার দেখেছিল বায়ার্ন। এরপর সব প্রতিযোগিতায় জিতেছে টানা ২৩ ম্যাচ। ম্যাচের পর বায়ার্নের জার্মান কোচ হানসি ফ্লিক জানান, টানা খেলার কারণে ক্লান্ত হয়ে পড়েছে তার শিষ্যরা। যার প্রভাব পড়েছে পারফরম্যান্সে। খেলোয়াড়দের ওপর কোনো দোষ চাপাননি তিনি। ফ্লিক বলেন, ‘খেলোয়াড়দের নিবেদন নিয়ে আমি কোনো প্রশ্ন তুলবো না। শিগগিরই আমরা ম্যাচটা ভুলে যাবো। আমরা আমাদের সক্ষমতায় আত্মবিশ্বাসী।’ বায়ার্ন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার বলেন, ‘আমরা কোনো অজুহাত খুঁজছি না। এ বছরে এটা (হার) আমাদের অপেক্ষায় ছিল।

অল্প দিনের বিরতিতে আমাদের ম্যাচ থাকে। এটা আমাদের মেনে নিতে হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status