বাংলারজমিন

জুট মিল বন্ধ হওয়ায় বিপাকে হাজারো শ্রমিক

সিরাজগঞ্জ থেকে সংবাদদাতা

২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ৮:৪৬ পূর্বাহ্ন

 লোকসানের অজুহাতে সরকার দেশের সকল রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দিলেও সিরাজগঞ্জের জাতীয় জুট মিলের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। শ্রমিক নেতৃবৃন্দের অভিযোগ রাষ্ট্রায়ত্ত লাভজনক এই প্রতিষ্ঠানটি লোকসানী প্রতিষ্ঠানে পরিণত করার জন্য দায়ী  বিজেএমসি’র ভুল এবং অনৈতিক সিদ্ধান্ত। তাদের মতে- দেশের  রাষ্ট্রায়ত্ত জুটমিলগুলো বন্ধের প্রক্রিয়া শুরু করা হয়েছিল কয়েক বছর আগে থেকেই। এরই প্রক্রিয়া হিসেবে নানা কৌশল আর অযৌক্তিক সিদ্ধান্তে লাভজনক এই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়। এখন যার দায়ভার নিতে হচ্ছে হাজার হাজার শ্রমিক আর তাদের পরিবারের। তাদের মতে বিগত সময়ে মিলে কর্মরত অধিকাংশ কর্মকর্তাদের ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বিলাস বহুল বাড়ি আর গাড়ি থাকলেও শ্রমিকেরা এখনো সংগ্রাম করছেন শুধুই পেট বাঁচানোর তাগিদে।
অব্যাহত লোকসানের কারণে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার উত্তরবঙ্গের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিরাজগঞ্জ কওমি জুটমিল সহ দেশের বেশ কয়েকটি জুট মিল বন্ধ করে দেয়। বেকার হয়ে পড়ে হাজার হাজার শ্রমিক।
এজন্য জাতীয় জুটমিল সহ বন্ধ সকল পাটকল চালু ও শ্রমিকদের মজুরি কমিশনের এরিয়া সহ সকল বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সিরাজগঞ্জে সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।  
২৭শে সেপ্টেম্বর রোববার সকালে শহরের মুক্তির সোপানে পাটকল ও পাটচাষি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ সিরাজগঞ্জের উদ্যোগে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার পাটচাষি ও পাটকল শ্রমিকরা সমবেত হন। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, জাতীয় স্বার্থে জাতীয় জুট মিলসহ সকল পাটকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার সহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status