অনলাইন

নোয়াখালীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, গ্রেপ্তার ৮

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ৭:৩১ পূর্বাহ্ন

সিলেট এম.সি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ কর্তৃক স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ ও খাগড়াছড়িতে মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারীকে গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার দুপুরে নোয়াখালী জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে ১৮ জন আহত হয়। এ সময় ৮ জনকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- রাকিব বিল্লাহ তুষার, যুগ্ম-আহবায়ক, পৌর ছাত্রদল, রাশেদুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক, নোসক ছাত্রদল, রনি সারোয়ার, যুগ্ম-আহবায়ক, পৌর ছাত্রদল, সুজন হাম্মাদী, থানা ছাত্রদল, আশরাফুল করিম পাভেল, পৌর ছাত্রদল, মুর্শীদুর রহমান রায়হান, নোসক ছাত্রদল, মিনার, যুগ্ম-আহবায়ক, পৌর ছাত্রদল, এমরান, ধর্মপুর ইউনিয়ন ছাত্রদল এবং শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে লাঠিচার্জ করলে আহত হন। নুর হোসেন বাবু, নোবিপ্রবি ছাত্রদল, আবুল কালাম, আহ্বায়ক সদর উপজেলা ছাত্রদল, আমিরুল ইসলাম সুজন, সভাপতি নোয়াখালী সরকারী কলেজ ছাত্রদল, সজিব রহমান, আহ্বায়ক সোনাপুর ডিগ্রী কলেজ ছাত্রদল, এন.বি এস রাসেল, সাধারণ সম্পাদক, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদল, মোঃ ওয়াসিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নোঃ পৌর ছাত্রদল, তারেক নূর, যুগ্ম আহ্বায়ক নোঃ পৌর ছাত্রদল, বোরহান উদ্দিন বিশাল, যুগ্ম আহ্বায়ক, সোনাপুর ডিগ্রী কলেজ ছাত্রদল, রায়হান রাসু, জেলা ছাত্রদল, রাশেদুল ইসলাম বিপ্লব, সভাপতি, নোয়াখালী পাবলিক কলেজ ছাত্রদল, আবদুল্লাহ আল মামুন, নোয়াখালী সরকারী কলেজ ছাত্রদল, নূর আমিন মুন্না, নোয়াখালী সরকারী কলেজ ছাত্রদল, মোঃ নাবিল, নোয়াখালী সরকারী কলেজ ছাত্রদল, মোঃ কামাল, নোয়াখালী ইউনিয়ন ছাত্রদল, রাহাত, কাদির হানিফ ইউনিয়ন ছাত্রদল, জিহান, নোঃ পৌর ছাত্রদল, রাজু, অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদল, মোঃ ইমাম, নোয়ান্নই ইউনিয়ন ছাত্রদল সহ আরো অনেক ছাত্রদল নেতা কর্মীকে। নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, দেশের চলমান অরাজক পরিস্থিতিতে ধর্ষণে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ও ধর্ষণের শাস্তির দাবিতে আয়োজিত কর্মসূচিতে পুলিশি লাঠিচার্জের তীব্র নিন্দা এবং নিরপরাধ গ্রেপ্তারকৃত সকল নেতা কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status