তথ্য প্রযুক্তি

ক্যাসিও’র ই-লার্নিং সফটওয়্যার

অনলাইনে মানসম্মত শিক্ষার সুযোগ পাবে ২০ লাখেরও বেশি শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ৩:১৬ পূর্বাহ্ন

চলমান করোনা মহামারির কারণে দেশের শিক্ষা ব্যবস্থা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে জনপ্রিয় ও বিশ্বের অন্যতম ইলেকট্রনিক্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যাসিও (সাইন্টিফিক ক্যালকুলেটর হিসেবে পরিচিত) ২০ লাখেরও অধিক শিক্ষার্থীদের শিক্ষাদানের ক্ষেত্রে ই-লার্নিং-এর ব্যবস্থা করেছে। শিক্ষামূলক সফটওয়্যারটির মাধ্যমে ক্যাসিও জেএসসি, এসএসসি ও এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পড়ালেখার সুযোগ করে দিচ্ছে। সেই সঙ্গে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সহজ ও সহজলভ্য করে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থী কর্মশালা এবং শিক্ষা ব্যবস্থাকে বিভিন্ন ধরণের কাস্টমাইজড সহায়তা প্রদান করেছে।

শুরুতেই ক্যাসিও ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত গণিত শিখতে ও শেখানোর জন্য তাদের শিক্ষামূলক সফটওয়্যারটিতে বিনামূল্যে প্রবেশাধিকারের ব্যবস্থা করেছে। সফটওয়্যারটি https://edu.casio.com/softwarelicense/index.php  এই লিংক থেকে ডাউনলোড করা যাবে।

এছাড়াও ব্যাকবোন লিমিটেডের সহযোগিতায় ক্যাসিও এ বছরের জুন মাস থেকে ক্যাসিও এসএসসির সম্পূর্ণ সিলেবাস কভার করার জন্য সরাসরি গণিত ক্লাস শুরু করেছে। ক্লাসগুলো তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে পাওয়া যাবে।

এদিকে বাংলাদেশের বৃহত্তম অনলাইন শিক্ষামূলক প্লাটফর্ম টেন মিনিট স্কুলের সাথে যৌথভাবে জেএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ১ ঘন্টার ৩০টি অনলাইন ক্লাস প্রদান করেছে। টেন মিনিট স্কুলের অফিসিয়াল ফেসবুক পেইজে বিনামূল্যে এসব ক্লাস পাওয়া যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status