খেলা

এমন ফিল্ডিং আগে দেখেননি শচিন

স্পোর্টস ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ১:৪৪ পূর্বাহ্ন

অবিশ্বাস ফিল্ডিং! সীমানার বাইরেই পড়তে যাচ্ছিল বলটা। সুপারম্যানের মতো উড়ে প্রথমে বল তালুবন্দি করলেন নিকোলাস পুরান। এরপর উড়ন্ত অবস্থাতেই ছুড়লেন মাঠের ভেতরে। কিংস ইলেভেন পাঞ্জাবের ফিল্ডিং কোচ জন্টি রোডসের চোখের সামনেই ঘটলো ঘটনাটা। করতালিতে তিনি অভিবাদন জানালেন শিষ্য পুরানকে।
রোববার  আইপিএলে রাজস্থান রয়্যাল-কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে ঘটেছে ঘটানাটি। রাজস্থান ইনিংসের  ৮ম ওভারে মুরুগান অশ্বিনের বলে উড়িয়ে মারেন সঞ্জু স্যামসন। ডিপ মিডউইকেটে দাঁড়ানো ছিলেন নিকোলাস পুরান। অবিশ্বাস্য ফিল্ডিংয়ে নিশ্চিত ছক্কা ঠেকিয়ে দেন তিনি। ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার এ নিয়ে টুইট করেছেন, ‘এটা আমার দেখা সেরা সেভ। সিম্পলি ইনক্রেডিবল!!’
পাঞ্জাবের ফিল্ডিং কোচ জন্টি রোডসের চোখেও এটা সেরা ফিল্ডিং। শচিনের টুইটে তার রিপ্লে, ‘যখন ক্রিকেট ঈশ্বর শচিন এ কথা বলেছেন, তাহলে কোনো সন্দেহ নেই যে এটা সেরা সেভ। অসাধারণ কাজ দেখিয়েছে পুরান।’
পুরানের এমন ফিল্ডিং অবশ্য রাজস্থানের একটি ওভার বাউন্ডারি কমিয়েছে  শুধু। ম্যাচটা শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতে নেয় রাজস্থান। পাঞ্জাবের ২২৩ রান টপকে আইপিএলে রান চেজের রেকর্ড গড়ে দলটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status