খেলা

বৃথা গেলো মায়াঙ্কের সেঞ্চুরি, রেকর্ড গড়ে জিতলো রাজস্থান

স্পোর্টস ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ৯:২১ পূর্বাহ্ন

 

মায়াঙ্ক আগারওয়ালের বিধ্বংসী সেঞ্চুরিতে ২২৩ রানের বড় পুঁজি গড়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু রোববার শারজা ক্রিকেট স্টেডিয়ামে অবিশ্বাস্য ব্যাটিং প্রদর্শনী দেখালো রাজস্থান রয়্যালস। ২২৪ রানের লক্ষ্যটা তারা পেরিয়ে যায় ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে। তাতে আইপিএলে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নতুন রেকর্ড গড়লো দলটি। আগের রেকর্ড ছিল রাজস্থানেরই। ২০০৮ সালে ব্যাঙ্গালুরুতে ডেকান চার্জার্সের বিপক্ষে ২১৫ রান তাড়া করে জিতেছিল তারা।

রাজস্থানের রেকর্ডগড়া জয়ে অবদান অধিনায়ক স্টিভেন স্মিথ, সঞ্জু স্যামসন ও রাহুল তেওয়াতিয়ার। দলীয় ১৯ রানে জস বাটলারের (৪) বিদায়ের পর স্যামসনের সঙ্গে ৮১ রানের জুটি গড়েন স্মিথ। ২৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করে আউট হন এ ওপেনার। তিনে নামা স্যামসন ৪২ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। যাতে ছিল ৪ বাউন্ডারি ও ৭টি ছক্কার মার। তেওয়াতিয়ার সঙ্গে তৃতীয় উইকেটে ৬১ রানের মূল্যবান জুটি গড়েন তিনি।

চারে নামা রাহুল তেওয়াতিয়া প্রথম দিকে বলে ব্যাটই লাগাতে পারছিলেন না। প্রথম ১৯ বলে করেন মাত্র ৮ রান। ছিল না কোনো বাউন্ডারি। পরের ১২ বলে ৪৫! ছক্কাই মেরেছেন ৭টি। ৩১ বলে ৫৩ রানে যখন ফিরছেন, জয় থেকে মাত্র ২ রান দূরে রাজস্থান। ব্যাট হাতে অবদান রেখেছেন জফরা আর্চারও। মাত্র ৩ বলে ২ ছক্কায় ১৩ রানে অপরাজিত থাকেন এই ইংলিশ পেসার। পাঞ্জাবের হয়ে ৩ উইকেট নেন পেসার মোহাম্মদ শামি।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২২৩ রান সংগ্রহ করে কিংস ইলেভেন পাঞ্জাব।  ১৮৩ রানের ওপেনিং জুটি গড়েন অধিনায়ক লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল। আইপিএলে যেকোনো উইকেটে যা দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ২০১১তে দ্বিতীয় উইকেটে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট-শন মার্শ ২০২ রানের জুটি গড়েন। যা এখন পর্যন্ত  আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।

৪৫ বলে ক্যারিয়ারের প্রথম আইপিএল সেঞ্চুরি পূর্ণ করেন আগারওয়াল। ভারতীয়দের মধ্যে যা আসরে দ্বিতীয় দ্রুততম। ২০১০-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৭ বলে আইপিএলের দ্রুততম সেঞ্চুরি করেন ইউসুফ পাঠান। শেষ পর্যন্ত ৫০ বলে ১০ চার ও ৭ ওভার বাউন্ডারিতে ১০৬ রান করে আউট হন আগারওয়াল। ৫৪ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় রাহুল করেন ৬৯ রান। ৮ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৫ রানে অপরাজিত থাকেন নিকোলাস পুরান। রাজস্থানের হয়ে টম কারেন ও রাজপুত নেন ১টি করে উইকেট।

ম্যাচসেরা হন রাজস্থানের সঞ্জু স্যামসন।

আইপিএলে সফল রান চেজ

২২৩ রাজস্থান রয়্যাল বনাম কিংস ইলেভেন পাঞ্জাব (শারজা ২০২০)

২১৫ রাজস্থান রয়্যালস বনাম ডেকান চার্জার্স (ব্যাঙ্গালুরু ২০০৮)

২০৯ দিল্লি ডেয়ারডেভিলস বনাম গুজরাট লায়ন্স (দিল্লি ২০১৭)

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status