দেশ বিদেশ

অবশেষে রমনা পার্কের গেট খুললো

স্টাফ রিপোর্টার

২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ৯:২৪ পূর্বাহ্ন

কোভিড-১৯ এর কারণে বন্ধ থাকার ছয় মাস পর রাজধানীর রমনা পার্কটি খুলে দেয়া হয়েছে। রোববার সকাল থেকে নির্দিষ্ট সময়ের জন্য পার্কটি খুলে দেয়া হয়। এর আগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের ২৬শে মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণার পরই পার্কটি বন্ধ হয়ে যায়। নগরবাসীর প্রিয় এই অবসর কাটানোর সবচেয়ে বড় পার্কটি বন্ধ থাকায় পার্কের নিয়মিত প্রাতঃভ্রমণকারী ও দর্শনার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। গত ৩১শে মে সাধারণ ছুটি তুলে নেয়া হলেও পার্কটি আর খোলা হয়নি। এ নিয়ে গত ৮ই সেপ্টেম্বর জনসাধারণের হাঁটার জন্য রমনা পার্ক খুলে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটটি হাইকোর্টে শুনানির পর্যায়ে রয়েছে। তবে এরই মধ্যে ২৭শে সেপ্টেম্বর থেকে পার্কটির গেট খোলা পাওয়া যায়। পার্ক দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের সার্কেল-১ এর কর্ম সহকারী শামসুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আপাতত সকাল ৬টা থেকে সকাল ১০টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পার্ক খোলা থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status