খেলা

প্যারিসে শীতে কাতর আজারেঙ্কার ‘কাণ্ড’

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৭:০৫ পূর্বাহ্ন

প্রথম সেটে তখন ২-১ গেমে এগিয়ে ভিক্টোরিয়া আজারেঙ্কা। হঠাৎ ম্যাচ অফিসিয়ালের সঙ্গে বিতর্কে জড়ান বেলারুশিয়ান তারকা। এবং কোর্ট ছেড়ে চলে যান। কারণ কী? প্যারিসের শীত। রোববার ফ্রেঞ্চ ওপেনের সূচনা দিনে প্রথম রাউন্ডের ম্যাচে মন্টেনেগ্রোর দানকা কোভিনিচের মুখোমুখি হন আসরে নারী এককের ১৮তম বাছাই তারকা আজারেঙ্কা। কিন্তু প্রথম সেটের তৃতীয় গেম শেষে অফিসিয়ালদের তিনি বলেন, ‘এমন প্রচণ্ড শীতে খেলা সম্ভব নয়। তখন ম্যাচ অফিসিয়াল তাকে চেয়ারে বসতে বলেন। কিন্তু আজারেঙ্কা বলেন, এখানে বসে থাকলে ঠান্ডায় জমে যাবো। ৮ ডিগ্রি সেলসিয়াস। এখানে হাঁসের মতো বসে থাকার মানে নেই।’ এ সময় কোর্ট ছেড়ে চলে যান তিনি। তখন রোঁলা গ্যারো ভেন্যুতে কনকনে বাতাস বইছিল। এরপর মোটা জ্যাকেট ও লেগিন্স পরে কোর্টে ফেরেন আজারেঙ্কা। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেন ৬-১ ও ৬-২ গেমে।
ম্যাচ শেষে আজারেঙ্কা বলেন, ‘ম্যাচটা শেষ করেত পেরে আমি আনন্দিত। এমন আবহাওয়ায় অন্য খেলোয়াড়দেরও ভোগান্তি হওয়ার কথা। সবশেষ ইউএস ওপেনের ফাইনালিস্ট আজারেঙ্কা বলেন, এটা সহজ ছিল না। আমি মনোযোগ ধরে রাখতে পেরেছিলাম। আমি ফ্লোরিডায় থাকি। সেখানে গরমে অভ্যস্ত আমি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status