বাংলারজমিন

কক্সবাজারে মসজিদ নিয়ে অপপ্রচার, মুসল্লিদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৫:১১ পূর্বাহ্ন

কক্সবাজারের প্রাচীনতম বদর মোকাম মসজিদ নিয়ে অপপ্রচারের অভিযোগ
বদর মোকাম মসজিদের মূল ফটকে দাঁড়িয়ে মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী ও মুসল্লিরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর বদর মোকাম মসজিদের মূল ফটকে অনুষ্ঠিত মানববন্ধনে মসজিদ পরিচালনা কমিটির ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
এসময় বক্তারা বলেন, বদর মোকাম মসজিদ পরিচালনায় বর্তমান কমিটি যোগ্যতার সাথে কাজ করছে। দায়িত্ব নেওয়ার অল্প সময়ে মসজিদের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দূর-দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়তে বদর মোকাম ছুটে আসেন। দেশবিদেশেও এই মসজিদের সুখ্যাতি রয়েছে।
মসজিদ কমিটির দাবি, কমিটির সাধারণ সম্পাদক হান্নানসহ কমিটির কয়েকজনের নামে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ বিভ্রান্তিকর। আল্লাহর ঘরের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের পরিণতি ভালো হবে না।সঠিক তথ্য যাচাই না করে আল্লাহর ঘর ও আল্লাহর ঘরের পরিচালনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে মনগড়া সংবাদ প্রকাশ কোনোভাবেই কাম্য নয়।
মসজিদ কমিটির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, ‘বদর মোকাম জামে মসজিদ শত বছরের ঐতিহ্যবাহী প্রাচীন মসজিদ। এটি ধর্মভীরু মুসলমানের বিশ্বাস, আবেগ অনুভূতির পবিত্র স্থান। শুধু মুসলিম নয়, ভিন্ন ধর্মাবলম্বীরাও নানা মানতে এ মসজিদে আসেন। এই মসজিদ নিয়ে অপপ্রচার কোনভাবেই কাম্য নয়।
তিনি বলেন, ‘মসজিদ কমিটির মধ্যে কোন বিভেদ বিভক্তি নেই। আমরা ঐক্যবদ্ধ ভাবে মসজিদের অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে কাজ করছি।’ মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য কিছু লোককে দায়ী করে তিনি বলেন, ‘মসজিদের ধারাবাহিক উন্নতি সহ্য করতে না পেরে মুখোশধারী ষড়যন্ত্রকারীরা এসব অপপ্রচার চালাচ্ছে।’
মসজিদ কমিটির সাথে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিরা সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছেন দাবি করে রফিকুল হুদা চৌধুরী বলেন, সাংবাদিকরা যাচাই-বাছাই না করে দানবাক্সের টাকা লুটের ভিত্তিহীন কাল্পনিক সংবাদ ছাপিয়েছে। এমনকি সভাপতি হিসেবে আমার বক্তব্যও বিকৃত করে ছাপানো হয়েছে। শীগগিরই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করা হবে।’
মসজিদ কমিটির সদস্য এ কে রাসেল চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- মসজিদ কমিটি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীণ মাওলানা এসএম আতিকুর রহমান।
মানববন্ধনে মসজিদ কমিটির সহসভাপতি আবদুল মঈন শমসের মঈন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান সাউদ, সহ সাধারণ সম্পাদক রাকিবুস সাত্তার, পেশ ইমাম ও খতীব মাওলানা আবদুল খালেক নিজামি, মাওলানা মুফতি এমদাদ উল্লাহ, কমিটির সদস্য মো. শাহজাহান, এসএম মিজানুর রহমান, আবদুল কাইয়ুম জুয়েল, আব্দুল কাদের সোহেল, জসিম উদ্দিন, নকিবুস সাত্তার, আবু আদনান সাউদ, আবদুল্লাহ আল মুকিত, কফিল উদ্দিন, কর্মকর্তা মাওলানা নুরুল হক চকোরি, মুয়াজ্জিন হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ, ক্বারি মুজিবুল্লাহ, মুসল্লিদের মধ্যে একে মাহফুজুল হক, মাওলানা কুতুব উদ্দিন, পিএমখালীর সাবেক মেম্বার মুহাম্মদ সুলতান, ক্বারি আবদুর রশিদ, মুহাম্মদ হাদিদ, আবদুল্লাহ আল মামুন ও মাওলানা নুরুল আবছার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ও শনিবার বদর মোকাম মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আবদুল হান্নান সাউদসহ মসজিদ কমিটির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কক্সবাজারের একটি স্থানীয় দৈনিক ও একটি অনলাইন নিউজ পোর্টালে দানবাক্সের টাকা লুট করা হচ্ছে দাবি করে একই ধরণের সংবাদ পরিবেশন করা হয়। যা নিয়ে চরম বিতর্ক উঠেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status