শেষের পাতা

করোনায় আরো ৩৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৯:৩২ পূর্বাহ্ন

গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১২৯  জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১০৬ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জনে। ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৩ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন সুস্থ হয়েছে। গতকাল  স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত  প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ১০৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৮০টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ লাখ ৯৮ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ২৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ১০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ১১ জন নারী। সব মিলিয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছে ৩ হাজার ৯৭৪ জন এবং নারী ১ হাজার ১৫৫ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৫ জন এবং বাসায় ১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের উপরে ২১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৭ জন।
বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, বরিশালে ১ জন, ময়মনসিংহে ১ জন, খুলনা বিভাগে ১ জন এবং সিলেটে ২  জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২১৩ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ৮৭০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৫৪ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬৪ হাজার ৬২৮ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৮০ হাজার ৪৯৮ জনকে।
প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিন করা হয়েছে ৬৫৮ জনকে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৯৫৬ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৩০৫ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিন করা হয়েছে ৫ লাখ ২৯ হাজার ৮৭৫ জনকে। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৪ হাজার ৫৭০ জন।  
২৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত ফোনকল এসেছে  ৫১ হাজার ২৪৫টি এবং এ পর্যন্ত মোট কল ২ কোটি ১০ লাখ ৭০  হাজার ৪৪৭টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status