বাংলারজমিন

মাগুরায় নদীর ভাঙনের কবলে ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা বিলীন

মাগুরা প্রতিনিধি

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৮:৪৭ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরের হানু নদীর ভাঙনের কবলে বিলীন হতে চলেছে ৫টি বাড়ি, ফসলি জমি ও গাছপালা। এ ব্যাপারে জরুরি পদক্ষেপ না নিলে বাড়িগুলো, ফসলি জমি ও গাছপালার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।
সরজমিন দেখা গেছে, উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর ও আমলসার ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া হানু নদীতে ব্যাপক ভাঙন শুরু হওয়ায় নদী তীরবর্তী বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। গড়াই নদীর শাখা হানু নদীর ভাঙনে ইতিমধ্যে এই গ্রামের ৫টি বাড়ি ও বেশ কিছু ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হতে চলেছে। হুমকির মূখে রয়েছে আরো বেশ কয়েকটি বাড়িঘর।
এলাকাবাসী জানায়, উপজেলার চাকদার বিল ও বদনপুরের পার্শ্ববর্তী মাগুরার বিলের সঙ্গে সংযোগ হয়ে মহিষাখোলা খালে এর উৎপত্তিস্থল। বর্ষা মৌসুমে অন্তত ১৫টি গ্রামের ১৭টি বিলের পানি এ নদী দিয়ে প্রবাহিত হয়ে গড়াই নদীতে পড়ে। অধিক বৃষ্টি হলে নদীতে প্রচণ্ড স্লোতের সৃষ্টি হয়। এতে নদীর পার্শ্ববর্তী বাড়িঘর, ফসলি জমি, গাছপালা ভেঙে পড়ে নদীতে। গত বছর নদীটি পুনঃখননের পর এ ভাঙনের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে অধিক বৃষ্টি হওয়ায় হঠাৎ করে হানু নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্লোতের সৃষ্টি হয়েছে। ফলে নদী তীরের মাটি ধসে পড়ে নদীগর্ভে বিলীন হচ্ছে। নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে বড় বড় ফাটল। স্থানীয় বাসিন্দাদের মনে আতঙ্ক দেখা দেয়ায় নদী তীরবর্তী বাড়ি ঘর অন্যত্র সরিয়ে নিতে শুরু করছে। ইতিমধ্যে ভাঙনের কবলে পড়েছে এ গ্রামের রাজু খান, মিজানুর রহমান, বদিয়ার রহমান, আজিজ খান, শেখ আবদুর রশিদ ও আফজাল খানের বসতবাড়ি ও বাড়ির পাশের গাছপালা বাঁশঝাড়। ইতিমধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত রাজু খান বলেন, ‘যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সে সকল বাড়ির পাশে দ্রুত বাঁধ দেয়া জরুরি। নদী ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা প্রশাসনসহ পানি উন্নয়ন বোর্ডের নিকট অনুরোধ জানানো হয়েছে।

 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status