বাংলারজমিন

নীলা হত্যাকারীদের বিচার চাইলেন ডা. এনামুর রহমান

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

নীলা হত্যার ঘটনাটি আমাদের জন্য যেমন দুঃখজনক তেমনি সরকারের জন্যও বিব্রতকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গে-া বাসস্ট্যান্ড এলাকায় সাভার নাগরিক কমিটি আয়োজিত নীলা রায়ের খুনিদের ফাঁসির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি একথা বলেন। এসময় তিনি সাভার মডেল থানা পুলিশসহ ঢাকা জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, নীলা হত্যাকা-ের ঘটনায় দ্রুততার সঙ্গে হত্যাকারী মিজানুর রহমান, তার বাবা-মাসহ এক সহযোগীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া নীলার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সাভারের আওয়ামী লীগ এবং পুলিশ প্রশাসনসহ এখানকার জনগণ আপনাদের নিরাপত্তা দেয়ার জন্য প্রস্তুত, আপনারা চাইলেই সাভারে এসে বসবাস করতে পারেন। নাগরিক কমিটির পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে বেশকিছু দাবি তুলে ধরা হয়। তার জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, মিজানের মা-বাবার সম্পত্তি বাজেয়াপ্ত করে নীলার বাবা-মায়ের নামে করে দেয়ার যে দাবি করা হয়েছে সে বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা করে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তা পূরণের চেষ্টা করবো। এ ছাড়া হত্যাকারী মিজানের দলনেতা কিশোর গ্যাং লিডার সাকিবের বাবা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুকে বহিষ্কারের দাবির বিষয়ে তিনি বলেন, এই কলঙ্কের বোঝা আমরা আর বয়ে যেতে চাই না। তাই অত্যন্ত দ্রুত ওয়ার্কিং কমিটির সভা ডেকে তাকে বহিষ্কার করারও নির্দেশ দেন প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি আরো বলেন, মিজানের গডফাদার হিসেবে পত্র-পত্রিকায় ইতিমধ্যে যেসব নাম এসেছে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া সাভারে যাতে ভবিষ্যতে আর কোনো এলাকাতে কিশোর গ্যাং সদস্যরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আগামী ৩০ তারিখে আইনশৃঙ্খলা মনিটরিংয়ের জন্য মাসিক মিটিং ডেকেছেন। সেখানে আলোচনা সাপেক্ষে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণের জন্য প্রতিটি পাড়া- মহল্লায় কিশোর গ্যাং প্রতিরোধে কমিটি গঠন করে দেয়া হবে। অন্যদিকে স্কুলছাত্রী নীলা রায়ের হত্যাকারী ঘাতক মিজানুর রহমান চৌধুরীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকার জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার। শনিবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পুলিশ সুপার এ সময় আরো জানান, গত ২০ তারিখ সন্ধ্যায় দশম শ্রেণির শিক্ষার্থী নীলা রায় বাসার ফেরার পথে ঘাতক মিজানুর রহমান ওই ছাত্রীকে জোরপূর্বক তাদের পরিত্যক্ত বাড়িতে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা নারায়ণ রায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করলে আমরা আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করি। এরই ধারাবাহিকতায় আমরা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছি। সর্বশেষ শুক্রবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকা থেকে মামলার প্রধান আসামি মিজানুরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে ঘটনায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা জামা উদ্ধার করি। বিষয়টি আরো গভীরভাবে তদন্তের জন্য এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করে হত্যাকারী মিজানকে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলেও জানান তিনি। সাভার নাগরিক কমিটির সভাপতি কৃষিবিদ ড. রফিকুল ইসলাম ঠান্ডু মোল্যার সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর মেয়র আব্দুল গনি, ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্যা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন খান নঈম ও নাগরিক কমিটির সমন্বয়ক কামরুজ্জামান খান প্রমুখ।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status