খেলা

লা লিগায় মেসি-সুয়ারেজের ‘নতুন’ শুরু আজ

স্পোর্টস ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৮:১৩ পূর্বাহ্ন

কয়েক দিনের ব্যবধানে মুদ্রার এপিঠ-ওপিঠ দেখলেন দুই বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। একজন বার্সেলোনা ছাড়তে চেয়েও পারেননি। আরেকজন থাকতে চেয়েছিলেন; কিন্তু ক্লাবই তাড়িয়ে দিয়েছে তাকে। অনেক নাটকীয়তার পর ন্যু ক্যাম্পেই থেকে গেছেন মেসি। আজ রাত ১টায় চেনা মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার প্রথম লা লিগা ম্যাচে খেলতে নামছেন তিনি। এ যেন পুরনো ক্লাবে নতুন শুরু আর্জেন্টাইন তারকার। অন্যদিকে বার্সা ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লেখানো সুয়ারেজও আজ নতুন সূচনার অপেক্ষায়। রাত ৮টায় ঘরের মাঠে অ্যাটলেটিকো তাদের মৌসুম শুরু করবে গ্রানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর বার্সেলোনার চাকরি হারান কোচ কিকে সেতিয়েন। দায়িত্বে এসেছেন নেদারল্যান্ডসের সাবেক কোচ রোনাল্ড কোম্যান। একটা সময় বার্সেলোনায় খেলা এই ডাচ ফুটবলার কাতালান জায়ান্টদের খাদ থেকে টেনে তোলার চ্যালেঞ্জ নিয়েছেন। যদিও সেটি সহজ হবে না বলেই মনে করছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। এক প্রতিবেদনে তারা বলেছে, ইতিমধ্যেই বিভিন্ন ইস্যুতে বোর্ড মেম্বারদের ওপর থেকে আস্থা হারিয়েছেন কোম্যান। দলীয় অধিনায়ক মেসি তো শুরু থেকেই পছন্দ করেন না তাকে। তবে কোম্যানের অধীনে প্রস্তুতিমূলক তিনটি ম্যাচ খেলে সবগুলোই জিতেছে বার্সেলোনা। ক্লাবের সঙ্গে দ্বন্দ্ব কিংবা কোচের সঙ্গে মানসিক দূরত্ব যাই থাকুক, মাঠে আগের মতোই আলো ছড়িয়েছেন মেসি। লোন পিরিয়ড শেষে বায়ার্ন থেকে ন্যু ক্যাম্পে ফেরা ফিলিপে কুটিনহোর পায়েও মিলেছে ভালো কিছুর ইঙ্গিত। কোম্যানের ৪-২-৩-১ ফরমেশনে ভালোভাবেই খাপ খাইয়ে নিয়েছেন তিনি। ডাচ কোচের অধীনে বার্সেলোনা তাদের হারানো গৌরব ফিরে পাবে কিনা, তা বলা মুশকিল। তবে ভিয়ারিয়ালের বিপক্ষে আজকের ম্যাচের পারফরম্যান্সে অন্তত তাদের আত্মবিশ্বাসের পারদটা বোঝা যাবে। ম্যাচের আগে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনায় না পড়লে আজকের ম্যাচে মেসির খেলা নিশ্চিত। তবে সুয়ারেজকে নিয়ে অনিশ্চয়তা আছে। দলবদলের পর শুক্রবারই প্রথম অ্যাটলেটিকোর সতীর্থদের সঙ্গে অনুশীলন করেন উরুগুইয়ান এই স্ট্রাইকার। মার্কা জানিয়েছে, গ্রানাডার বিপক্ষে শুরুর একাদশে না দেখা গেলেও ম্যাচের কোনো এক পর্যায়ে নামতে পারেন সুয়ারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে গত ১৩ই সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। কোভিড-১৯ থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি। আজ ডাগআউটে দেখা যাবে তাকে। তবে করোনার কারণে রক্ষণভাগের খেলোয়াড় হোসে জিমেনেজকে পাচ্ছে না অ্যাটলেটিকো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status