বিনোদন

বিশ্ব পর্যটন দিবসে এলিজার ‘আওয়ার রোড টু ফ্রিডম’

স্টাফ রিপোর্টার

২৭ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৮:০১ পূর্বাহ্ন

বিশ্ব পর্যটন দিবসে হেরিটেজ ট্রাভেলার এলিজা বিনতে ইলাহী এক অন্যরকম আয়োজন নিয়ে হাজির হচ্ছেন। তিনি নির্মাণ করেছেন ট্রাভেল ডকুমেন্টারি ‘আওয়ার রোড টু ফ্রিডম’। বিশ মিনিটের এই ডকুমেন্টারিতে তিনি ধরেছেন বাংলাদেশে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানগুলোকে। বঙ্গবন্ধুর জন্মস্থান ও সমাধিক্ষেত্র টুঙ্গীপাড়া, সংবিধান প্রণয়নের স্মৃতি বহনকারী টাঙ্গাইলের মধুপুর বনের দোখলা রেস্ট হাউজ, মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স, কেন্দ্রীয় কারাগার, ৭ই মার্চের  সোহ্‌রাওয়ার্দী উদ্যান সহ জাতির জনক আর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক স্থানগুলোকে।  জাতীয় জীবনে বিশেষ গুরুত্ব বহনকারী এই ঐতিহাসিক  স্থানগুলো পর্যটনের  আওতায় এনে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে তিনি এই ডকুমেন্টারি নির্মাণ করেছেন। ‘কোয়েস্ট’ এর প্রযোজনায় নির্মিত ট্রাভেল ডকুমেন্টারি “আওয়ার রোড টু ফ্রিডম” দীপ্ত  টেলিভিশনে প্রচার হবে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ বিকাল সাড়ে  পাঁচটায়।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status