বাংলারজমিন

খুনি মিজানের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন-সমাবেশ

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২৬ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ৮:৩১ পূর্বাহ্ন

সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যাকাণ্ডের প্রতিবাদে খুনি মিজান ও তার সহযোগীদের  গ্রেপ্তার এবং বিচারের দাবিতে পৃথক পৃথক মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় সাভারে ধসে পড়া রানা প্লাজার অস্থায়ী বেদির সামনে, সাভার থানা রোডের বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ সাভার উপজেলা শাখার উদ্যোগে ধসে পড়া রানা প্লাজার সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপজেলা শাখার আহ্বায়ক কমরেড সৌমিত্র কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ ঢাকা নগর শাখার সদস্য কমরেড খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শোভন রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আশুলিয়া থানার সভাপতি মাফিজুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, ক্ষমতার সঙ্গে জড়িত ব্যক্তিরা নিজেদের অপকর্ম চরিতার্থ করার জন্য বখাটে কিশোর গ্যাং উৎপাদন, লালন পালনসহ গ্যাং কালচারকে পরিচালিত করছে। সমাজে সুস্থ সাংস্কৃতিক রাজনৈতিক চর্চা গড়ে তোলার আন্দোলন ছাড়া খুন ধর্ষণ, চাঁদাবাজি ও গুণ্ডামির হাত থেকে আমাদের নিস্তার নেই। তাই সাভারবাসীদের সেই আন্দোলন সংগঠিত করার আহ্বান জানিয়ে গ্যাং কালচারের পৃষ্ঠপোষক ও নির্দেশদাতাদেরও বিচারের আওতায় আনার দাবি জানাই। আগামী এক সপ্তাহের মধ্যে খুনি মিজান ও তার সহযোগীদের গ্রেপ্তার না করলেও বৃহত্তর আন্দোলন গড়ে তুলার হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। অন্যদিকে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোটের উদ্যোগে সাভার থানা রোডের বঙ্গবন্ধু চত্বরে নীলা রায়ের হত্যাকারী ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সজীব বৈদ্য’র সভাপতিত্বে বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের ছাত্র বিষয়ক সম্পাদক ফনি ভুষন হালদার, হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে, সাধারণ সম্পাদক রাজেশ নাহা, ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক পার্থ সারথী রায়সহ সাভার উপজেলা হিন্দু ছাত্র ও যুব মহাজোটের নেতৃবৃন্দ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণে মেধাবী ছাত্রী নীলা রায় খুন হয়েছে। পুলিশ এখনো খুনি মিজানুরকে গ্রেপ্তার করতে পারেনি। খুনি মিজান কি মঙ্গল গ্রহে চলে গেছে যে পুলিশ তাকে ধরতে পারছে না, বিশ্ববাসী জানতে চায়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে খুনি মিজান ও তার মদতদাতাদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। অন্যথায় আগামী ৩০শে সেপ্টেম্বর ৬৪ জেলায় বিক্ষোভ কর্মসূচি পালনসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status