বাংলারজমিন

পানিতে ডুবছে কৃষকের স্বপ্ন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ৭:৩০ পূর্বাহ্ন

৩য় দফা বন্যার থাবা থেকে উঠে দাঁড়ানোর আগেই টানা বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৪র্থ দফা বন্যার থাবায় কুড়িগ্রামের চিলমারীবাসী। পানি বৃদ্ধি সাথে প্লাবিত হচ্ছে নিন্মাঞ্চল ডুবছে কৃষকের স্বপ্ন। বুক ভরা আশা আর চোখে বড় স্বপ্ন নিয়ে মাঠে আমন ধান বুনলেও তা বন্যার পানি নিয়েছে তলিয়ে। ডুবে গেছে কৃষকের দু’চোখ ভরা স্বপ্ন। বারবার বন্যায় আঘাতে ক্ষতবিক্ষত মানুষজন পড়েছে বিপাকে। কৃষকদের দিন কাটছে হতাশ মনে। আবারো পানিবন্দি হওয়ায় বিপাকে নিন্মাঞ্চলের মানুষজন। জানা গেছে, ৩য় দফা বন্যার পানি মেনে যাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো সদ্য বাড়িতে ফিরে বাড়িঘর ঠিক করতে না করতে আবারো টানা বৃষ্টি ও বন্যায় থাবায় দিশাহারা তারা। শুধু তাই নয় বারবার বন্যার আঘাতে ক্ষতিগ্রস্ত কৃষকরাও বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন নিয়ে শক্ত হাতে নেমেছিল মাঠে। হাজার হাজার টাকা খরচ করে চারা সংগ্রহ করে ফসল বুনেছিল মাঠে। ছিল আশা, ছিল স্বপ্ন কিন্তু টানা বৃষ্টি ও ৪র্থ দফা বন্যার থাবায় সব তছনছ করে দিয়েছে তাদের আশা, বুক ভরা স্বপ্ন। স্বপ্ন আর বুক ভরা আশা বৃষ্টি ও বন্যা সব নষ্ট করে দিয়েছে জানিয়ে, মাছাবান্দা এলাকার কৃষক ফয়জার, নয়ারহাটের মাহফুজার বলেন শুধু আমরা নই এই এলাকার শতশত কৃষকের স্বপ্ন আর আশা ডুবে দিয়েছে ৪র্থ বারের বন্যা। তারা আরো জানান, অনেক কষ্ট করে চারা সংগ্রহ করে চড়া মূল্যে কামলা (শ্রমিক) দিয়ে আমন চাষ করেছিলাম কিন্তু বন্যা সব ডুবে নষ্ট করে দিয়েছে। শুধু ফয়জার, মাহফুজার নয় উপজেলার নয়ারহাট, অষ্টমীরচর, চিলমারী, থানাহাট ইউনিয়নসহ নিন্মাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় শতশত হেক্টর জমির রোপা আমন তলিয়ে যাওয়ায় কৃষকরা এখন দিশাহারা। দিশাহারা নিন্মাঞ্চলের মানুষজন। মানুষজন দীর্ঘ ১মাসেরও বেশি সময় বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়ে কষ্টে দিনাপাত করার পর বাড়িতে ফিরে বন্যার ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত শুরু করতে না করতে ৪র্থ দফার বন্যা তাদের বিপাকে ফেলিয়েছে বলে জানালেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগন। এদিকে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে বিপর্যস্ত। টানা বৃষ্টিতে খেটে খাওয়া ও দিনমজুররা পড়েছে বড় বিপাকে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে তা বিপদসীমার কিছুটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কৃষকদের দুঃখ দুর্দশার কথা স্বীকার করে উপজেলা কৃষি অফিসার প্রণয় কুমার বিষাণ দাশ বলেন, উপজেলায় এখন পর্যন্ত ৫শত হেক্টরের বেশি রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে, তবে পানি কমে গেলে ক্ষয় ক্ষতির পরিমান বোঝা যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status