বাংলারজমিন

টঙ্গীতে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, টঙ্গী থেকে

২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ৮:৫৭ পূর্বাহ্ন

ওয়ার্ড কমিটি বাতিলের দাবীতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। কমিটি বাতিলের দাবীতে মিছিলে অবরোধে উত্তাল টঙ্গী শিল্পনগরী বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন মিছিল নিয়ে টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে তারা টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের নের্তৃত্বে একটি মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কের স্টেশন রোড, টঙ্গী বাজার প্রদক্ষিণ করে স্টেশন রোডে এসে অবস্থান করে প্রায় ৩ ঘণ্টার মতো সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এ সময় মহাসড়কের দুই পাশে চলাচলরত জনসাধারণের চরম দুর্ভোগের শিকার হয়।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, গত  ২০ সেপ্টেম্বর গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ড থেকে ৫৭নং ওয়ার্ড পর্যন্ত ৩৯টি ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে একজন আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক ও একজনকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি করা হয়। পদবঞ্চিত কিছু নেতাকর্মী অভিযোগ করে বলেন প্রকৃত আওয়ামী লীগ দেরকে বাদ দিয়ে কিছু হাইব্রিড নেতাকর্মী দিয়ে এই কমিটি করা হয়েছে। এর প্রতিবাদে গত চারদিন যাবত বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ চলছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় সড়ক অবরোধ করে এই অবৈধ পকেট কমিটি মানি না বলে শ্লোগান দিতে থাকে।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিকলীগ নেতা মতিউর রহমান বি কম, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাছির, সাবেক কাউন্সিলর সেলিম মিয়া, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নূর মোহাম্মদ মামুন, কাইয়ুম সরকার, বিল্লাল হোসেন মোল্লা, মশিউর রহমান সরকার বাবু, কাজী মঞ্জুর, রেজাউল করিম, আসাদ সিকদার প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status