বাংলারজমিন

মৌলভীবাজার পৌরসভার ৯৭ কোটি ১৬ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২৫ সেপ্টেম্বর ২০২০, শুক্রবার, ৮:২৫ পূর্বাহ্ন

মৌলভীবাজার পৌরসভার ৯৭ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৬ শ’ ৮০ টাকা ৮১ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে পৌরসভা বোর্ডরুমে স্বাস্থ্যবিধি মেনেই এ বাজেট ঘোষণা করলেন পৌর মেয়র মো. ফজলুর রহমান। বাজেট বক্তব্যে মেয়র জানান ১০ কোটি ৮৫ লাখ ৪১৮ টাকা ঋণ থাকা অবস্থায় তিনি মৌলভীবাজার পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছিলেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি তা পরিশোধ করছেন। এ ছাড়া তিনি মৌলভীবাজার পৌরসভার চলমান নানা উন্নয়ন কর্মকাণ্ড তোলে ধরেন। এবং পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য তার নানা উদ্যোগ ও পরিকল্পনার কথা তোলে ধরেন। বাজেট অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভীবাজার পৌরসভার সচিব মো. ইসহাক ভুইয়া। বাজেট অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তাসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা বিলম্বের কারণ হিসেবে মেয়র বলেন, করোনার প্রাদুর্ভাবে বাজেট ঘোষণা করতে বিলম্ব হয়েছে এজন্য তিনি দুঃখ প্রকাশ করেন। এবং এ কারণে চলমান বাজেটও সীমিত করা হয়েছে বলে তিনি জানান। মেয়র বলেন, পৌর নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা, মানসম্পন্ন সেবা প্রদানের দিকে লক্ষ্য রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। মৌলভীবাজার শহরের সৌন্দর্য বর্ধনের জন্য বেশকিছু উন্নয়ন প্রকল্প কাজ চলমান ও প্রকল্প গ্রহণ করা হয়েছে। বেরি লেইক, কুদালিছড়া, কয়েকটি পুকুর ও দিঘির সুন্দর্যবর্ধন, নারী ও পুরুষদের বিনোদনের জন্য পৃথক বসা ও পায়ে হাঁটার জন্য ফুটপাথ, ফুলবাগান ও ড্রেন সংস্কার ও নির্মাণসহ নানা দৃশ্যমান উন্নয়ন কাজ চলমান ও পরিকল্পনাধীন রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status