খেলা

অধিনায়ক ধোনির শততম জয়ে শুরু আইপিএল

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ১১:২৩ পূর্বাহ্ন

গত আইপিএলের শেষটা হয়েছিল মুম্বই-চেন্নাই ম্যাচ দিয়ে। আরব আমিরাতে আইপিএলের ত্রয়োদশ আসরও শুরু হলো এই দু’দলের ম্যাচ দিয়েই। শনিবার উদ্বোধনী ম্যাচে গত আসরের ফাইনালে হারের ‘প্রতিশোধ’ নিয়েছে চেন্নাই সুপার কিংস। রোহিত শর্মার দলকে হারিয়েছে ৫ উইকেটে। ৪৩৭ দিন পর ২২ গজে ফিরেই জয়ের স্বাদ পেলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে অধিনায়ক হিসেবে ‘ক্যাপ্টেন কুলে’র এটি শততম জয়। ২০১২ সালের পর কখনো নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি মুম্বই। হার দিয়ে শুরুর গোরো এবারো খোলা হলো না আইপিএলের সফল দলটির।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে মুম্বই। প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দেন অধিনায়ক রোহিত শর্মা। রানের গতি বাড়াতে থাকেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। তবে পরপর দুই ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচে ফেরে চেন্নাই। হার্দিক পান্ডিয়া ও কাইরন পোলার্ড ব্যাট হতে ঝড় তুলতে ব্যর্থ। সৌরভ তিওয়ারি টানছিলেন চার বারের শিরোপাজয়ীদের। কিন্তু শেষ ৬ ওভারে মাত্র ৪১ রান তোলা মুম্বই থামে ১৬২/৯ এ।

রান তাড়ায় নেমে ৬ রানেই চেন্নাইয়ের দুই ওপেনার ফেরেন সাজঘরে। আম্বাতি রাইডু ও ফাফ ডু প্লেসি এগিয়ে নেন তিনবারের চ্যাম্পিয়নদের। তৃতীয় উইকেটে ১১৫ রানের জুটিতে জয়ের ভিত গড়ে দেন দু’জন। ৪৮ বলে ৭১ রান করে রাইডু ফিরলেও একপ্রান্তে অবিচল ডু প্লেসি। রবিন্দ্র জাদেজা (৫ বলে ১০) ও স্যাম কারানের (৬ বলে ১৮) ঝোড়ো ব্যাটিংয়ে জয়টা সহজ হয়ে যায় চেন্নাইয়ের। শেষ দিকে নেমে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেতে যাচ্ছিলেন ধোনি। জসপ্রিত বুমরাহর বলে কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। ৪৪ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন ডু প্লেসি।

সংক্ষিপ্ত স্কোর:
মুম্বই ইন্ডিয়ান্স: ২০ ওভারে ১৬২/৯ (রোহিত ১২, ডি কক ৩৩, সূর্যকুমার ১৭, সৌরভ ৪২, হার্দিক ১৪, পোলার্ড ১৮, ক্রুনাল ৩, প্যাটিনসন ১১, রাহুল ২*, বোল্ট ০, বুমরাহ ৫*; দিপক ৪-০-৩২-২, কারান ৪-০-২৮-১, এনগিডি ৪-০-৩৮-৩, চাওলা ৪-০-২১-১, জাদেজা ৪-০-৪২-২)

চেন্নাই সুপার কিংস: ১৯.২ ওভারে ১৬৬/৫ (বিজয় ১, ওয়াটসন ৪, দু প্লেসি ৫৮*, রাইডু ৭১, জাদেজা ১০, কারান ১৮, ধোনি ০*; বোল্ট ৩.২-০-২৩-১, প্যাটিনসন ৪-০-২৭-১, বুমরাহ ৪-০-৪৩-১, ক্রুনাল ৪-০-৩৭-১, রাহুল ৪-০-৩৬-১)
ফল: চেন্নাই সুপার কিংস ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আম্বাতি রায়ডু

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status