খেলা

জৈব-সুরক্ষা বলয়ে টাইগারদের ক্যাম্প শুরু

স্পোর্টস রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৯:০০ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কিছু জানে না! শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও (এসএলসি) এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তাই সফরটি শেষ পর্যন্ত হচ্ছে কিনা তা এখনো ধোঁয়াশাতে রয়েছে। যদিও শোনা যাচ্ছে এরই মধ্যে এসএলসি থেকে ইতিবাচক সাড়া পেতে যাচ্ছে বিসিবি। যে কারণে আজ থেকেই লঙ্কা সফরের জন্য শুরু হচ্ছে টাইগারদের আনুষ্ঠানিক স্কিল ক্যাম্প। দেশ ছাড়ার আগে ক্যাম্পের পুরোটা সময়ই ক্রিকেটাররা থাকবেন জৈব-সুরক্ষা বলয়ে। গতকালই বিসিবি ২৭ ক্রিকেটারকে নিয়ে স্কিল ক্যাম্প শুরুর ঘোষণা দিয়েছে। দ্বিতীয় ধাপে যারা করোনা নেগেটিভ তারা আজই হোটেলে উঠবেন। সেখান থেকেই মাঠে এসে তারা অনুশীলন করবেন। পুরো প্রক্রিয়াটি নিয়ে বিসিবি’র মেডিক্যাল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘কোভিড-১৯ এর এই সংকটকালে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাগুলো বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে খেলায় ফিরছে। আইসিসি’র নির্দেশনায় ক্রিকেট খেলুড়ে দেশগুলোও তাদের নিজস্ব পরিকল্পনার মাধ্যমে পেশাদার খেলায় ফিরছে। সম্প্রতি ইংল্যান্ড চারটি দেশকে আতিথেয়তা দিয়েছে এবং সাফল্যের সঙ্গেই তাদের গ্রীষ্মকালীন কার্যক্রম সম্পন্ন করেছে। তারই ধারাবাহিকতায় বিসিবি  জৈব নিরাপত্তামূলক বা ‘বায়ো সিকিউর’ পরিবেশ  তৈরির মাধ্যমে খেলোয়াড়দের অংশগ্রহণে ঝুঁকি কমানোর চেষ্টা করছে।’
অন্যদিকে শ্রীলঙ্কার পক্ষ থেকে কোনো ই-মেইল না পেলেও বিসিবি ইতিবাচক সাড়া পেতে পারে বলেই জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘ইতিমধ্যে বেশকিছু বিষয়ে শ্রীলঙ্কান বোর্ডের সাথে আমাদের আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে একটা বিবৃতি গিয়েছে, যেহেতু সফরের সময় ঘনিয়ে আসছিল। এরপর আর আলোচনা হয়নি। যতটুকু জেনেছি বা শ্রীলঙ্কান বোর্ড জানিয়েছে তা হলো আমাদের বিষয়গুলো তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে এবং ইতিবাচক সভা হয়েছে। আমরা আশা করছি আগামী দুই একদিনের মধ্যে তাদের কাছ থেকে দিক-নির্দেশনা বা হেলথ প্রটোকল পাব।’
বিসিবি প্রথম দফায় ক্রিকেটার কোচিং স্টাফদের করোনা টেস্ট করায়। সেখানে ক্রিকেটার সাইফ হাসান ও ট্রেনার নিকোলাস লি’র পজেটিভ রিপোর্ট আসে। লি সুস্থ হলেও সাইফ এখনো মুক্ত হয়নি করোনার গ্রাস থেকে। এবার দ্বিতীয় দফায় বিসিবি ক্রিকেটার  ও কোচিং স্টাফদের পরীক্ষা করিয়েছে। প্রথম দিনে ১৮ জনের ফলই নেগেটিভ এসেছে। গতকালও বাকিদের নমুনা নেয়া হয়েছে। আজ তাদেরও রিপোর্ট আসবে। এক কথায় ক্রিকেটার ও কোচিং স্টাফ যারাই নেগেটিভ হবে তারা উঠে যাবে হোটেলে। দলের সঙ্গে সম্ভাব্য শ্রীলঙ্কা সফরে যেতে পারে এমন তিনজন সাপোর্ট স্টাফকে এরই মধ্যে বিসিবির একাডেমিতে থাকতে দেয়া হয়েছে। কিন্তু হোটেল থেকে মাঠে ক্রিকেটারদের যাওয়া পর্যন্ত সুরক্ষার বিষয়টিতে প্রশ্ন থাকছেই। সেই বিষয়ে বিসিবি’র চিকিৎসক বলেন, ‘খেলোয়াড়দের হোটেল রুম, রেস্টুরেন্ট এবং যে পরিবহনে তারা মাঠে যাওয়া আসা করবে সেটা, জিম, সুইমিং পুল অর্থাৎ ট্রেনিং সুবিধা, মেডিক্যাল ট্রিটমেন্ট সবই সুরক্ষা বলয়ের আওতায় থাকবে। তাদের শরীরে কোভিড-১৯ সংক্রমণের অনুপস্থিতি নিশ্চিত হয়ে আমরা তাদের বায়ো সিকিউর বাবলের মধ্যে নিয়ে এসেছি।  শ্রীলঙ্কা সফরের আগ পর্যন্ত আমরা এই বায়ো বাবল মেইনটেইন করার চেষ্টা করছি।’
এমনকি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ও বিসিবি’র কার্যালয়ে যারা অবাসিক ব্যবস্থায় থাকেন তাদেরও গতকাল থেকে বাইরে বের হওয়া একেবারেই নিষেধ করা হয়েছে। এ বিষয়ে দেবাশিষ চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কোভিড-১৯ বিশেষজ্ঞদের তত্বাবধানে ইসিবি ও আইসিসির গাইডলাইনের আলোকে আমরা প্রতিটি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের দফায় দফায় পরীক্ষা করিয়েছি। এর বাইরে হোটেলের যারা কর্মচারী আছেন, মাঠ কর্মী আছেন, ক্লিনার যাদেরই খেলোয়াড়দের কাছে আসার সম্ভাবনা রয়েছে তাদেরকেও আমরা টেস্ট করে নেগেটিভ হলেই বায়ো বাবলে চলে আসবে।’

স্কিল ক্যাম্পে প্রাথমিক দল
মুমিনুল হক, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল আমিন হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, নাইম হাসান, আবু জাইদ চৌধুরী রাহি, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, সাইফ হাসান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status