দেশ বিদেশ

সাদীপুর উপনির্বাচন

নৌকার মাঝি কবির উদ্দীন ধানের কাণ্ডারি আব্দুর রব

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে চলছিল নানা আলোচনা। নির্বাচন ঘনিয়ে আসায় আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। সাদীপুরে উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মাঝি হিসেবে বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদকে দলের মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে। এদিকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন আব্দুর রব আল মামুন। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের উদ্যোগে নৌকার প্রার্থী বাছাই উপলক্ষে এক সভায়  প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় কবির উদ্দিনের নাম নির্বাচন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন। উপ-নির্বাচনে প্রার্থী দিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিএনপির সভায় সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব আল মামুন, সাধারণ সম্পাদক আলী আসগর ফয়েজ এবং ইমরুল চৌধুরীর নাম প্রস্তাব করেন নেতাকর্মীরা শুক্রবার সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় সমঝোতার ভিত্তিতে আব্দুর রব আল মামুনকে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হয়।
এদিকে, সাদীপুর ইউনিয়নে ধারাবাহিক জয়ে মরিয়া বিএনপি। অন্যদিকে হারানো ইউনিয়ন পুনরুদ্ধারে মাঠে নামছে আওয়ামী লীগ। দুই দলের প্রার্থীর কর্মী ও সমর্থকেরা নাম ঘোষণার পরপরই প্রচারণা শুরু করেছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ই জুলাই সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুর রব হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করার পর ইউপি চেয়ারম্যানের পদটি শূন্য হয়। তাই এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দেন নির্বাচন কমিশন। সাদিপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৩শে সেপ্টেম্বর। প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ৩রা অক্টোবর। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২৬শে সেপ্টেম্বর। ভোট গ্রহণ ২০শে অক্টোবর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status