বাংলারজমিন

করোনায় মারা গেছেন গরিবের ডাক্তার আব্দুল হাকিম

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ৬:০৯ পূর্বাহ্ন

ঘাটাইল উপজেলার ১নং দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গরিবের ডাক্তার হিসাবে খ্যাত ডা. মোঃ আব্দুল হাকিম (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা সোয়া দুইটার দিকে মৃত্যুবরণ করেন তিনি। গত ৯ই সেপ্টেম্বর ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি করোনার নমুনা পরীক্ষা করতে দিলে ১১ই সেপ্টেম্বর তার করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি পরের দিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। করোনা ধরা পড়ার আগের দিন পর্যন্ত তার প্রিয় কর্মস্থল পাকুটিয়া বন্ধন ক্লিনিকে রোগী দেখছিলেন। চিকিৎসক এই মানুষটি পাশের উপজেলা গোপালপুর সাজনপুরে জন্মগ্রহণ করলেও চাকরির সুবাদে তিনি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে পাকুটিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ প্রায় ৩২টি বছর নিঃস্বার্থ ভাবে সেবা প্রদান করে দেউলাবাড়ি ইউনিয়ন তথা ঘাটাইলবাসীর হৃদয়ে অতি অল্প সময়ের মধ্যে জায়গা করে নিয়ে গরিবের ডাক্তার হিসাবে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তার পিতার নাম মৃত আয়াত উল্লাহ শেখ। অনেক কষ্ট করে ছেলেকে তিনি ডাক্তার বানিয়েছিলেন। মৃত ডাক্তার আব্দুল হাকিমের শরীরের অবস্থা খারাপ হলে গত ১৬ই সেপ্টেম্বর ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা দুইটার কিছু সময় পর তিনি মারা যান। তিনি তার মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মেয়ে ডাক্তার ও ছেলে ফরহাদ হুসাইন অস্ট্রেলিয়া প্রবাসী। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। তিনি দেউলাবাড়ি মানুষের কাছে  গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। কারণ তিনি অনেক গরিব মানুষকে ফ্রি চিকিৎসা প্রদান করতেন। তার মৃত্যুতে সহকর্মী ডাক্তার, নার্স, পরিবার ও আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status