বাংলারজমিন

দেবিদ্বারে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ১:৫২ পূর্বাহ্ন

কুমিল্লার দেবিদ্বারে রাস্তা সংস্কার ও প্রশস্তকরণ এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবিতে মানববন্ধন ও পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। শনিবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে ইউএনও’র বাসভবনে স্বারকলিপি দেওয়া হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, দেবিদ্বার পৌরসভার এসএ সরকারি কলেজের উত্তর গেইট থেকে মহিলা কলেজ পর্যন্ত আধা কিলোমিটার  রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা। অনেক দিন ধরে সড়কটি না হওয়ায় ভাঙাচোরা ও কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে ড্রেনের পয়ো:বর্জ্য রাস্তায় উঠে আসে। একটি জনবহুল ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়তের সড়ক এমন হতে পারে না। এছাড়াও বক্তারা আরও বলেন, এ রাস্তাটি সুরু হওয়ায় দু’দিকের যানবাহন ক্রস করতে পারেনা। জরুরি রোগী বহনে এ্যাম্বুলেন্স যাওয়া আসা করতে পারে না। দুর্ভোগের শেষ নেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসীর। রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে পৌর প্রশাসকসহ স্থানীয় সংসদ সদস্যের সদয় দৃষ্টি কামনা করছি।  মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, ডাক্তার মির্জা মো. আসাদুজ্জামান, শফিকুল ইসলাম সরকার, সালাউদ্দিন আহমেদ স্বপন, দস্তগীর  আলম মোল্লা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাকিব হাসান বলেন, সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর একটি স্মারক লিপি প্রদান করেছেন। স্থানীয় সংসদ সদস্যের সাথে আলাপ করে সড়কটি সংস্কারের জন্য দ্রুত উদ্যোগ  নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status