খেলা

ডি মারিয়া-আগুয়েরোকে ছাড়াই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দল

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ১১:২৫ পূর্বাহ্ন

প্রাথমিক সূচি অনুযায়ী লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর কথা ছিল গত মার্চে। করোনা মহামারির কারণে পিছিয়ে বাছাইপর্ব শুরু হবে অক্টোবরে। ৮ ও ১৩ই অক্টোবর ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২ বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশন শুরু করবে আর্জেন্টিনা। দুই ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা হয়নি অ্যাঙ্গেল ডি মারিয়া ও সার্জিও আগুয়েরোর।

পিএসজির জার্সিতে নিয়মিত পারফর্ম করার পরও ডি মারিয়াকে ৩০ সদস্যের প্রাথমিক দলে রাখেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। হাঁটুর চোটের কারণে দলে নেই ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আগুয়েরো। দলে ফিরেছেন আতালান্তার জার্সিতে আলো ছড়ানো ৩২ বছর বয়সী স্ট্রাইকার আলেহান্দ্রো গোমেজ। সর্বশেষ ২০১৭ সালে জাতীয় দলে খেলা এই স্ট্রাইকার গত মৌসুমে আট গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন ১৮টি। দলে ডাক পেয়েছেন মূল গোলরক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে সদ্যই আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় পাড়ি জমানো এমিলিয়ানো মার্টিনেজ।

৩০ সদস্যের আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেসে), অগুস্তিন মার্চেসিন (পোর্তো), এস্তেবান আনদ্রাদা (বোকা জুনিয়র্স), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)

ডিফেন্ডার: নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), হুয়ান ফয়েথ (টটেনহাম হটস্পার), জেরমান পেৎসেয়া (ফিওরেন্তিনা), লুকাস মার্টিনেস কার্টা (রিভার প্লেট), রেনসো সারাভিয়া (ইন্টারনাসিওনাল), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্শেই), গনসালো মন্টিয়েল (রিভার প্লেট), নেহুয়েন পেরেস (আতলেতিকো মাদ্রিদ), ওয়াল্টার কানেমান (গ্রেমিও), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), মার্কাস আকুনিয়া (স্পোর্তিং লিসবন), ফাকুন্দো মেদিনা (লাঁস)

মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), জিওভান্নি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), রদ্রিগো দে পল (উদিনেসে), এদুয়ার্দো সালভিও (বোকা জুনিয়র্স), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), নিকোলাস দমিঙ্গেস (বোলোনিয়া), অ্যালেক্সিস ম্যাকআলিস্টার (ব্রাইটন), মাতিয়াস জারাচো (রেসিং ক্লাব)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (জুভেন্টাস) লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), আলেহান্দ্রো গোমেজ (আতালান্তা), লুকাস ওকাম্পোস (সেভিয়া), হোয়াকিন কোরেয়া (লাৎসিও), ক্রিস্টিয়ান পাভন (এলএ গ্যালাক্সি), লুকাস আলারিও (বায়ার লেভারকুসেন), জিওভান্নি সিমিওনে (ক্যালিয়ারি), নিকোলাস গঞ্জালেস (স্টুটগার্ট)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status