খেলা

সিরি আ শুরু আজ

পিরলোর ‘জিদান’ হওয়ার চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ৮:০৮ পূর্বাহ্ন

টানা ৯ মৌসুম জুভেন্টাসের কাছ থেকে ইতালিয়ান সিরি আ লীগের ট্রফিটা ছিনিয়ে নিতে পারেনি কোনো ক্লাব। আজ শুরু হচ্ছে সিরি আ’র নতুন মৌসুম। উদ্বোধনী ম্যাচে ফিওরেন্তিনা খেলবে তোরিনোর বিপক্ষে। পরের ম্যাচে হেলাস ভেরোনার প্রতিপক্ষ এএস রোমা। আপাতত খালি গ্যালারিতেই গড়াচ্ছে নতুন মৌসুম। তবে ইতালিয়ান ফুটবল ফেডারেশন অক্টোবরের মাঝামাঝিতে মাঠে দর্শক ফেরানোর ব্যাপারে আশাবাদী। নির্দিষ্টসংখ্যক দর্শকেরই প্রবেশের অনুমতি মিলবে। আসন প্রতি ৭ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
টানা তৃতীয় মৌসুমের মতো নতুন কোচের অধীনে মৌসুম শুরু করতে যাচ্ছে জুভেন্টাস। গত মৌসুমে মাউরিজিও সারির অধীনে টানা নবম লীগ শিরোপা জিতলেও এ কোচের ওপর আস্থা রাখেনি ক্লাবটি। সারিকে সরিয়ে আনা হয়েছে দলের সাবেক মিডফিল্ডার আন্দ্রে পিরলোকে। ইতালির বিশ্বকাপজয়ী এই তারকার প্রথম অ্যাসাইনমেন্ট রোববার ঘরের মাঠে সাম্পদোরিয়ার বিপক্ষে। ৪১ বছর বয়সী পিরলোর সামনে চ্যালেঞ্জ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ভালো বোঝাপড়া গড়ে তোলা। কিছুদিন আগেও তারা ছিলেন মাঠের প্রতিদ্বন্দ্বী। দু’জনের মাঝে ‘ব্যক্তিত্বের সংঘাত’ লেগে যেতে পারে বলে মনে করছে ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো।
সিনিয়র পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা নেই পিরলোর। এর আগে ছিলেন জুভেন্টাস অনূর্ধ্ব-২৩ দলের কোচ। তাকে নিয়োগ দেয়া অনেকটা ‘বাজি’ ধরার মতো। লীগ চ্যাম্পিয়ন হলেও জুভেন্টাসের মৌসুমের শেষটা ছিল বাজে। নিজেদের শেষ ৮ ম্যাচের ৬টিতেই হারে ক্লাবটি। রোনালদো নির্ভরতাও চোখে পড়েছে। ৩৫ বছর বয়সী এই পর্তুগিজ তারকা গত মৌসুমে ৩১ গোল করেন সিরি আ-তে। সবমিলিয়ে ৩৭ গোল নিয়ে মৌসুম শেষ করেন।
গত মৌসুমে জুভদের চেয়ে (৮৩ পয়েন্ট) মাত্র ১ পয়েন্ট পিছিয়ে থেকে রানার্সআপ হয় কোচ আন্তেনিও কন্তের ইন্টার মিলান। সমান ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে আতালান্তা ও লাজিও। তারাও থাকবে শিরোপা দৌড়ে। জুভেন্টাসের মতো বড় ক্লাবের কোচ হওয়ার চাপটা অজানা নয় পিরলোর। গত সপ্তাহে এফসি নোভারার বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি জুভেন্টাসের কোচ। এটা স্বাভাবিক যেই এখানে আসবে তাকে অবশ্যই জিততে হবে। খেলোয়াড় কোচ যে ভূমিকাতেই জুভেন্টাসে আসি না কেন আমিও জানি আমাকে জিততে হবে।’
২০১৬তে ক্লাবের সাবেক তারকা জিনেদিন জিদানকে নিয়ে এমন বাজি ধরেই বড় সাফল্য পায় রিয়াল মাদ্রিদ। জিদানেরও প্রধান কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা ছিল না। রিয়াল ‘বি’ টিম থেকে মূল দলে এসেই বাজিমাত করেন এই ফরাসি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status