বাংলারজমিন

জকিগঞ্জের প্রথম উপজেলা চেয়ারম্যান কয়েস চৌধুরী আর নেই, দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৬ সেপ্টেম্বর ২০২০, বুধবার, ৮:৪৭ পূর্বাহ্ন

জকিগঞ্জ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, রাজনীতিবিদ, সংগঠক, ব্যবসায়ী, শিক্ষক ও সমাজসেবী আফতাব হোসেইন চৌধুরী কয়েস আর নেই। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১১টায় তিনি সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, কিডনীসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ১ ছেলে ও মেয়ের জনক কয়েস চৌধুরী। গতকাল বাদ এশা দরগাহ শরীফে জানাজা শেষে দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হয়। মুক্তিযুদ্ধের সংগঠক আফতাব হোসেইন চৌধুরী ১৯৪৩ সালের ২৬শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে তিনি মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের সভাপতি এবং পরের বছর তিনি সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ছয়দফা আন্দোলনে সক্রিয় সম্পৃক্ত থাকায় তিনি ‘ছয়দফা আফতাব’ হিসেবে পরিচিতি পান। সিলেটের মদনমোহন কলেজ থেকে বিকম পাস করেন। ১৯৭৩ সালে তিনি টুকেরবাজার আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে তিনি প্রথম উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান থাকাকালে জকিগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। ১৯৯১ সালে তিনি সিলেট জেলা গণ ফোরামের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হন। সাবেক মন্ত্রী এমএ হকের সঙ্গে তিনি বালাইর হাওর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেন। জিএমসি একাডেমি, কাড়াবাল্লা জুনিয়র হাইস্কুল সহ নানা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রাখেন। তিনি সিলেটস্থ জকিগঞ্জ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status